পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতী ক্যাম্পাস থেকে উদ্ধার যুগলের মৃতদেহ - deadbody

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার যুগলের মৃতদেহ । তাঁরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান ।

সোমনাথ মাহাত ও অবন্তিকা মল্লিক

By

Published : May 4, 2019, 10:28 PM IST

Updated : May 4, 2019, 11:34 PM IST

শান্তিনিকেতন, ৪ মে : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার যুগলের মৃতদেহ । গতরাতে আম্রকুঞ্জ ও চিনা ভবনের মাঝে কালভার্টের উপর দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । মৃতদের নাম সোমনাথ মাহাত ও অবন্তিকা মল্লিক । আজ সকালে ঘটনাস্থানে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ ।

গতকাল প্রায় সারারাত ধরেই বৃষ্টি হয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া । প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, ঝড়-বৃষ্টির সুযোগে ক্যম্পাসে ঢোকে ওই কিশোর ও কিশোরী । তারপর তারা বিষ খেয়ে আত্মঘাতী হয় ।

পুলিশ জানিয়েছে, বোলপুরের শ্রীনন্দা স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র সোমনাথ। কিশোরীর নাম জানা গেলেও সে কোন ক্লাসে পড়ত তা জানা যায়নি । আজ সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

দেখুন ভিডিয়ো

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তা মেনে নেয়নি পরিবার । সেকারণে তারা আত্মহত্যা করে ।

Last Updated : May 4, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details