বোলপুর, 1 অক্টোবর : কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে চড়াও হয়ে সরকারি নির্বাহী আধিকারিককে মারধর, লুটপাটের অভিযোগ । এমনকি, আগ্নেয়াস্ত্র নিয়েও চড়াও হয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । স্থানীয় BJP নেতা ও কর্মীরা ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ করেন পঞ্চায়েতের উপপ্রধান । এই মর্মে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েতের তরফে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । যদিও BJP-র দাবি, পঞ্চায়েতে কথা বলতে গেছিল BJP নেতা-কর্মীরা। সেই সময় তাঁদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে মুখে কাপড় বেঁধে বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ । পঞ্চায়েত নির্বাহী আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডলের ঘরে ঢুকে প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয় । পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুটপাট ও আধিকারিককে চড় থাপ্পড় মারার অভিযোগ ওঠে । এমনকি, সরকারি আধিকারিকের ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । খবর দেওয়া হয় পুলিশকে । শান্তিনিকেতন থানায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পঞ্চায়েত অফিসে চড়াও হওয়ার CCTV ফুটেজ বোলপুরের BDO ও শান্তিনিকেতন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পঞ্চায়েতের তরফে । ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত সন্তোষ ভৌমিককে আটক করে । এই সন্তোষ ভৌমিক এলাকায় BJP নেতা হিসেবে পরিচিত।