পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Birbhum : নলহাটিতে বাসের ধাক্কায় মৃত স্ত্রী, আহত স্বামী - wife killed in road accident and husband hospitalised

বীরভূমের নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর স্ত্রীর (one killed in Road accident)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

one killed in Road accident in Birbhum's Nalhati
Road Accident

By

Published : Apr 30, 2022, 12:49 PM IST

নলহাটি, 30 এপ্রিল : বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর স্ত্রীর । শনিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে, বীরভূমের নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী (wife killed in road accident and husband hospitalised)।

মৃতার নাম পিনু লেট । তাঁর বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার কালুহা গ্রামে । আহত ব্যক্তির নাম রতন লেট ৷ স্বামী রতন লেটকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আজ সকালে স্ত্রী পিনু লেটকে মোটর সাইকেলে চাপিয়ে জাতীয় সড়ক ধরে মোড়গ্রামের দিকে যাচ্ছিলেন রতন। সেই সময় মোড়গ্রামের দিক থেকে একটি সরকারি বাস রামপুরহাটের দিকে আসছিল । এলাকাবাসীদের অনুমান, সেই সরকারি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী পিনু লেটের ।

আরও পড়ুন :7 arrested for filling the pond : পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার 7

ABOUT THE AUTHOR

...view details