বোলপুর, 1 জানুয়ারি: নতুন বছর উদযাপনে কাছে-পিঠে বেড়ানোর জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন হিসাবে নাম উঠে আসে শান্তিনিকেতনের ৷ 'কবিগুরুর দেশে' তাই বিভিন্ন সময়েই পর্যটকদের ঢল নামে ৷ এই বছরও একইরকম সাধারণ মানুষের ভিড় নজরে পড়েছে শান্তিনিকেতনে ৷ সদ্য শেষ হয়েছে ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষমেলা। তার রেশ কাটেনি এখনও। তারমধ্যেই ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের মেজাজ বোলপুর-শান্তিনিকেতন জুড়ে ৷
সকাল থেকেই দেখা গেল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, ছাতিমতলার সামনে পর্যটকদের ছবি তোলার হিড়িক। রবীন্দ্রভবন সংগ্রহশালা, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে সংগৃহীত রয়েছে মূল্যবান পাণ্ডুলিপি, ছবি, কবিতা, গান, গল্পের সম্ভার সেখানেও ভিড় চোখে পড়ার মত। এছাড়া, কোপাই নদীর তীর-সহ মানুষের ঢল নামে জঙ্গলের মাঝে সোনাঝুরির হাটে ৷ শান্তিনিকেতনে অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট ৷
হস্তশিল্প থেকে শুরু করে শৈল্পিক পোষাক, গয়না যেমন বাটিক, কাঁথাস্টিচের শাড়ি, কুর্তি-সহ গাছগাছালির বীজ, ঘাস, বাঁশ, বেত, পাথর দিয়ে তৈরি গয়নার আকর্ষণ রয়েছে এখানে। উৎসবের এই মরশুমে চলে দেদার বিকিকিনি। পাশাপাশি আদিবাসীদের সঙ্গে নৃত্যের তালে পা-ও মেলান অনেক পর্যটকেরা। অত্যাধিক এই ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে পুলিশ-প্রশাসনকেও ৷
একই সঙ্গে নতুন বছরে পরিবার, পরিজনের সুখ, সমৃদ্ধি চেয়ে সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে অনেকে আসেন পুজো দিতে ৷ শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদীর তীরে এই মন্দির জনপ্রিয় পর্যটকদের কাছে ৷ সকাল থেকে পুজোর ডালি সাজিয়ে পুজো দেন ভক্তরা ৷ বর্ষ শেষে শীতের পারদ নামতেই উপচে পড়া ভিড় দেখা গেল শান্তিনিকেতনে। নতুন বছরে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি বিশ্বকবির স্মৃতিবিজড়িত বোলপুর-শান্তিনিকেতনে উৎসবের আমেজ ৷ খালি নেই হোটেল, রেস্তোরাঁ, রিসর্ট থেকে শুরু করে বিভিন্ন হোম-স্টে গুলিও ৷ সবমিলিয়ে নতুন বছর ও শীতের আমেজ গায়ে মেখে শান্তিনিকেতনমুখী অনেকেই ৷