পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর গ্রামে গুলিতে মৃত BJP কর্মীর মা, জখম 5 - গুলিবিদ্ধ

আজ দুপুরে বাড়ির সামনে উদয় বাগদির উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় । ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে যান শঙ্করী বাগদি । ছুটে আসেন প্রতিবেশীরা৷ তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে ৷ গুলি লাগে শঙ্করীর বুকে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

BJP

By

Published : Oct 21, 2019, 5:00 PM IST

Updated : Oct 21, 2019, 5:11 PM IST

নানুর, 21 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতসেরান্দি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় BJP কর্মীর মা-র৷ মৃতার নাম শঙ্করী বাগদি ৷ তাঁর ছেলে উদয় বাগদি স্থানীয় BJP কর্মী ৷

আজ দুপুরে বাড়ি ফিরছিলেন উদয় ৷ বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় । ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে যান শঙ্করী বাগদি । ছুটে আসেন প্রতিবেশীরা৷

তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে ৷ গুলি লাগে শঙ্করীর বুকে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ দুষ্কৃতীদের মারধরে জখম হন উদয় সহ পাঁচজন৷ তাঁরা প্রত্যেকেই BJP কর্মী ৷ অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট ।

দেখুন ভিডিয়ো

শঙ্করীর দেহ ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, BJP করার জন্য উদয়ের উপর হামলা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নানুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য শঙ্করীর দেহ পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে৷ উদয় সহ পাঁচজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Oct 21, 2019, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details