বোলপুর, 20 সেপ্টেম্বর: বোলপুরে এ বার বাগুইআটির ছায়া (Child Body Recovered)৷ অপহরণের পর খুনের অভিযোগ উঠল 5 বছরের এক শিশুকে ৷ নিঁখোজ শিশুর দেহ উদ্ধার হওয়ার পরই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে শান্তিনিকেতন (Shantiniketan agitation)৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷
মোলডাঙা গ্রাম থেকে রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি পচাগলা দেহটি আজ উদ্ধার হয় ৷ 18 সেপ্টেম্বর সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের শিবম ঠাকুর । দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিনদিন ধরে চিরুনি তল্লাশি চালানো হয় ৷