শ্বশুরকে গুলি করল জামাই ! মল্লারপুর, 3 সেপ্টেম্বর: শ্বশুরকে গুলি করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে । আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, সম্পত্তির বিবাদের জেরে শনিবার শ্বশুরকে গুলি করে পালিয়ে যায় জামাই ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷
বীরভূমের মল্লারপুর থানার সন্ধিগড়া বাজার গ্রামের ঘটনা । গুলিবিদ্ধের নাম মঙ্গল বায়েন । তাঁর পায়ে ও বুকে দুটি গুলি করা হয়েছে । তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মঙ্গল বায়েন সাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁর জামাই অনুপ বায়েন আগ্নেয়াস্ত্র বের করে মঙ্গলকে গুলি করে বলে অভিযোগ । গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পালিয়ে যায় । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলকে ৷
এ দিকে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা । মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ৷
আরও পড়ুন:শুয়োর চরানো নিয়ে 2 পারিবারে বিবাদ, নৃশংস হত্যা 3 জনকে
স্থানীয় সূত্রে জানা যায়, টাকার লোভেই মঙ্গল বায়েনের একমাত্র বধির মেয়েকে বিয়ে করেন অনুপ বায়েন । প্রায় সময় তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন । শ্বশুরের ট্রাক্টর নিয়ে চাষ করতেন । কিন্তু কয়েক মাস আগে তিনি সেখান থেকে চলে যান । শোনা যায়, সম্পত্তি নিয়ে বচসার জেরেই তিনি আর শ্বশুর বাড়িতে থাকতেন না । গত সন্ধ্যায় হঠাৎই মঙ্গল বায়েনের বুকে ও পায়ে গুলি করে কেউ পালিয়ে যায় । আহত মঙ্গলের অভিযোগ, জামাই তাঁকে গুলি করেছে । তারপর সেখান থেকে তিনি পালিয়ে যান । যদিও এখনও অধরা অভিযুক্ত । এই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ ।