পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে 6.7 কোটি টাকার বাস টার্মিনাসের ভার্চুয়াল উদ্বোধন মমতার - বোলপুর বাস টার্মিনাস

বোলপুরে উদ্বোধন হল নতুন টার্মিনাসের। তার জন্য খরচ হয়েছে 6.7 কোটি টাকা। সোমবার তার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে ছিলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।

mamata banerjee virtually inaugurated birbhum bus tarminus
বোলপুরে 6.7 কোটি টাকার বাস টার্মিনাসের ভার্চুয়াল উদ্বোধন মমতার

By

Published : Feb 8, 2021, 5:24 PM IST

বোলপুর, 8 ফেব্রুয়ারি: বোলপুরে বাস টার্মিনাস-সহ রামপুরহাট বাসস্ট্যান্ড ও রক্ত পৃথকীকরণ সিস্টেমের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলাশাসক বিজয়ী ভারতী ও অন্যান্যরা।

বোলপুরের মির্জাপুরে তৈরি হল বাস টার্মিনাস। এখান থেকে বাস রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে। 4.2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হল এই টার্মিনাস। জানা গিয়েছে, পরবর্তীকালে এটিকে আন্তর্জাতিক বাস টার্মিনালে পরিণত করা হবে। এখান থেকে বাংলাদেশ ও নেপাল প্রভৃতি জায়গায় বাস যাবে। এছাড়া দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হল রামপুরহাটের নতুন বাসস্ট্যান্ড।

আরও পড়ুন:অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্ক, বিক্ষোভ উপভোক্তাদের

অন্যদিকে, বীরভূম জেলায় দীর্ঘদিনের চাহিদা ছিল রক্তের পৃথকীকরণ মেশিনের। এক কোটি টাকা ব্যয়ে সেই সিস্টেম এ বার বসানো হল। এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই প্রকল্প গুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে উদ্বোধন করলেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ও জেলাশাসক।

ABOUT THE AUTHOR

...view details