বোলপুর, 8 ফেব্রুয়ারি: বোলপুরে বাস টার্মিনাস-সহ রামপুরহাট বাসস্ট্যান্ড ও রক্ত পৃথকীকরণ সিস্টেমের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলাশাসক বিজয়ী ভারতী ও অন্যান্যরা।
বোলপুরের মির্জাপুরে তৈরি হল বাস টার্মিনাস। এখান থেকে বাস রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে। 4.2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হল এই টার্মিনাস। জানা গিয়েছে, পরবর্তীকালে এটিকে আন্তর্জাতিক বাস টার্মিনালে পরিণত করা হবে। এখান থেকে বাংলাদেশ ও নেপাল প্রভৃতি জায়গায় বাস যাবে। এছাড়া দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হল রামপুরহাটের নতুন বাসস্ট্যান্ড।