পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagtui Massacre Case: সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের, আত্মহত্যা বলে দাবি কেন্দ্রীয় সংস্থার - মৃত লালন শেখ

সিবিআই হেফাজতে থাকা অবস্থাতেই মৃত্যু হল বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh died in CBI custody) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি বাথরুমে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয়েছে লালন শেখ ৷

ETV bharat
ETV bharat

By

Published : Dec 12, 2022, 6:39 PM IST

Updated : Dec 12, 2022, 11:03 PM IST

লালন শেখকে খুন করা হয়েছে, দাবি তাঁর স্ত্রী রেশমা বিবির

রামপুরহাট, 12 ডিসেম্বর: সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হল বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ৷ 4 ডিসেম্বর তাকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে ছিল সে ৷ সেখানেই তাকে জেরা করছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সিবিআইয়ের দাবি, এদিন বাথরুমে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন (Lalan Sheikh died in CBI custody) ৷ তবে মৃতের স্ত্রী রেশমা বিবির দাবি সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে ৷ এই ঘটনায় ফের সরগরম রাজ্য-রাজনীতি ৷ লালন শেখের মৃত্যুর খবরের জেরে যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায় তার জন্য জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির নেতৃত্বে বগটুই গ্রাম ঘিরে ফেলেছে পুলিশ ৷

চলতি মাসের 4 তারিখ ঝাড়খণ্ডের পাকুড় থেকে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ ভাদু শেখের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিল লালন ৷ 4 ডিসেম্বর গ্রেফতারির পর লালন শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তার 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । 11 তারিখ তাকে ফের আদালতে তোলা হলে আবারও 3 দিনের সিবিআই হেফাজত হয় লালন শেখের (main accused in bagtui massacre case Lalan Sheikh) ৷

আরও পড়ুন: বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, সিবিআই অভিযানে পাকড়াও লালন শেখ

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুইকাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি (Bagtui Massacre) ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল 21 মার্চ রাতে ৷ অভিযোগ, ওইদিন রাত সাড়ে 8টা নাগাদ বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ৷ তিনি ছিলেন বগটুইয়ের বাসিন্দা ৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয় ওই গ্রামে ৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তাতে গ্রামের 10 থেকে 12টি বাড়ি পুড়ে খাঁক হয়ে যায় ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 8 জনের ৷ এঁদের মধ্যে সাতজন ছিলেন একই পরিবারের সদস্য৷ এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও দু'জনকে ৷ তাঁদের আশংকাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁদেরও ৷ বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখকে গত 4 ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই ।

Last Updated : Dec 12, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details