রামপুরহাট, 12 ডিসেম্বর: সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হল বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ৷ 4 ডিসেম্বর তাকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে ছিল সে ৷ সেখানেই তাকে জেরা করছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সিবিআইয়ের দাবি, এদিন বাথরুমে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন (Lalan Sheikh died in CBI custody) ৷ তবে মৃতের স্ত্রী রেশমা বিবির দাবি সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে ৷ এই ঘটনায় ফের সরগরম রাজ্য-রাজনীতি ৷ লালন শেখের মৃত্যুর খবরের জেরে যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায় তার জন্য জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির নেতৃত্বে বগটুই গ্রাম ঘিরে ফেলেছে পুলিশ ৷
চলতি মাসের 4 তারিখ ঝাড়খণ্ডের পাকুড় থেকে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ ভাদু শেখের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিল লালন ৷ 4 ডিসেম্বর গ্রেফতারির পর লালন শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তার 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । 11 তারিখ তাকে ফের আদালতে তোলা হলে আবারও 3 দিনের সিবিআই হেফাজত হয় লালন শেখের (main accused in bagtui massacre case Lalan Sheikh) ৷