নলহাটি, 2 অগস্ট: উপনয়ন একটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৈদিক ও শাস্ত্রীয় অনুষ্ঠান । এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী বালকেরা পৈতে ধারণ করে থাকে । পৈতের আরেক নাম 'যজ্ঞপরীত' বা 'প্রতিজ্ঞা সূত্র' । এই অনুষ্ঠানে তিনটি আলাদা আলাদা সুতো গিট দিয়ে বেঁধে তৈরি হয় পৈতে । পাশাপাশি সনাতনী প্রায় প্রতিটি পুজোয় প্রয়োজন পৈতে । সেই পৈতে তৈরি করে গ্রামে সমৃদ্ধি ফেরাচ্ছেন বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের শীতলগ্রামের বাসিন্দা শঙ্কর মহারাজ । তাঁর কাছে কাজ করে বহু গৃহবধূ আজ স্বচ্ছলভাবে সংসার চালাতে পারছেন । গ্রামের মধ্যে যেন ছোটখাটো শিল্প গড়ে ফেলেছেন তিনি । তবে কোনও সরকারি সাহায্য মেলেনি (Housewives earns making sacred threads in Nalhati Birbhum) ।
ছোট থেকে বাবাকে বাড়িতে পৈতে তৈরি করতে দেখেছেন শঙ্কর মহারাজ । 1987, সে সময় তিনি মাধ্যমিকের ছাত্র । এই কাজে হাতেখড়ি তাঁর । প্রথম দিকে জমি বন্ধক দিয়ে পৈতে তৈরির কাজ আরম্ভ করেন । পরে ব্যবসা লাভের মুখ দেখায় সেই জমি ফিরিয়ে নেন । শুধু যে নিজের পরিবারে সমৃদ্ধি ফিরেছে, তাই নয়, গ্রামের বেশ কিছু পরিবারে তিনি কর্মসংস্থান গড়ে দিয়েছেন ।
শঙ্কর মহারাজের ব্যবসায় এখন টাকার মুখ দেখছে গ্রামও । শঙ্কর জানান, কলকাতা থেকে সুতো কিনে এনে বাড়িতে পৈতে তৈরি করেন । মোট 42 রকমের পৈতে তৈরি হয় শঙ্করের মিনি ইন্ডাস্ট্রিতে । সব থেকে বেশি হয় সাদা পৈতে । এছাড়া নীল, হলুদ রঙের পৈতেও তৈরি করা হয় ।