পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা-সহ 8 রাজ্যের লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল, আসছেন শান্তিনিকেতনে

Governor CV Ananda Bose: বাংলা-সহ 8টি রাজ্য থেকে প্রায় 750 জন লোকশিল্পী ও হস্তশিল্পী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। এই মহোৎসবে লোকগান, লোকনৃত্য, জনজাতীয় নৃত্য, গীত মঞ্চস্থ করবেন ৷

লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল
Governor CV Ananda Bose

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:43 PM IST

বোলপুর, 10 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ-সহ 8টি রাজ্যের লোকসাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে শান্তিনিকেতনের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সৃজনী শিল্পগ্রামে আগামী 14 ডিসেম্বর তিনি 'লোকসংস্কৃতি মহোৎসব'-এর উদ্বোধন করবেন ৷ বাংলা-সহ অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মণিপুর, সিকিম ও ত্রিপুরার মোট 750 জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন ৷ 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহোৎসব।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের (ইজেডসিসি) শান্তিনিকেতন শাখা সৃজনী শিল্পগ্রামে আগামী 4 দিনের লোকসাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানের সূচনা করতে 14 ডিসেম্বর শান্তিনিকেতন আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেদিন বিকেল 3টেয় তিনি মহোৎসবের উদ্বোধন করবে। বাংলা-সহ 8টি রাজ্য থেকে প্রায় 750 জন লোকশিল্পী ও হস্তশিল্পী অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে। এই মহোৎসবে লোকগান, লোকনৃত্য, জনজাতীয় নৃত্য, গীত মঞ্চস্থ করবেন ৷

'লোকসংস্কৃতি মহোৎসব'-এর উদ্বোধন করবেন রাজ্যপাল

পাশাপাশি থাকছে 8 রাজ্যের হস্তশিল্পের প্রদর্শনী ও চিত্রকর্মশালা। এছাড়া, বিভিন্ন রাজ্যের নানারকম খাবারের সম্ভার থাকবে। 4 দিনের অনুষ্ঠানে অসমের বিহু, সিকিমের সিংহী ছাম, বিহারের ঝিঝিয়া নৃত্য, ঝাড়খণ্ডের কড়সা নৃত্য, মণিপুরের থাংটা, ওড়িশার সম্বলপুরী নৃত্য, ত্রিপুরার হোজাগিরি নৃত্য ও পশ্চিমবঙ্গের বিলুপ্তপ্রায় টোটো জনজাতীয় নৃত্য প্রদর্শিত হবে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে। 4 দিন সকাল 10টা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান ও বিকেল 3টে থেকে শুরু হবে প্রদর্শনীগুলি ৷

17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহোৎসব

পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সৃজনী শিল্পগ্রামের অধিকর্তা অমিত অধিকারী বলেন, "এই অনুষ্ঠান সম্পর্কে 13 ডিসেম্বর সাংবাদিক বৈঠক করবেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি। 14 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ৷ আমরা চাই সংস্কৃতি প্রেমী মানুষজন অংশ নিক এই মহোৎসবে।"

আরও পড়ুন:

  1. মন্ত্রীর হাত ধরেই সূচনা দক্ষিণবঙ্গের বিগ বাজেটের অন্যতম সেরা দুর্গাপুজো'র
  2. সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ্ডগোল, পরিবেশ শান্ত করে স্টেজে উঠে গাইলেন পুলিশকর্মীরা
  3. রঙের আগে 'কেবল খেলা'য় মেতে উঠল শহরের সংস্কৃতি প্রেমী মানুষ

ABOUT THE AUTHOR

...view details