পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে ব্ল্যাক ফাংগাসের হানা, মৃত এক বৃদ্ধা - ব্ল্যাক ফাঙ্গাস

বীরভূমে ব্ল্যাক ফাংগাসে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল । রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, রামপুরহাটের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 86 বছরের জামনাতোরা বিবি এই রোগে আক্রান্ত হন ৷ তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি ।

বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসের হানা
বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসের হানা

By

Published : May 29, 2021, 10:38 PM IST

রামপুরহাট, 29 মে : ব্ল্যাক ফাংগাসের হানা এবার বীরভূমে ৷ মৃত্যু হল এক বৃদ্ধার । মৃত বৃদ্ধা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল । আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

বীরভূমে ব্ল্যাক ফাংগাসে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল । রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, রামপুরহাটের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 86 বছরের জামনাতোরা বিবি এই রোগে আক্রান্ত হন ৷ তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তখন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : স্বস্তি বাড়িয়ে সংক্রমণ নিম্নমুখী, তবে বদল নেই মৃত্যুহারে

পরে তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের লক্ষণ দেখা যায় । সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয় । সেখানে পরীক্ষা করে জানা যায়, ওই মহিলা করোনার পাশাপাশি ব্ল্যাক ফাংগাসেও আক্রান্ত । আজ সন্ধ্যায় মৃত্যু হয় এই মহিলার । অন্যদিকে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত বীরভূমের নলহাটির তৃপ্তি দত্ত নামে আরও এক মহিলা । তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ।

ABOUT THE AUTHOR

...view details