শান্তিনিকেতন, 9 জুন : লকডাউন চলাকালীনই জবর দখল উচ্ছেদে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বহু দোকান ভেঙে দিয়ে দখলমুক্ত করা হয়। এছাড়া যেসব দোকানপাট বিশ্বভারতীর জায়গায় রয়েছে তাদের ভাড়া দিতে হবে বিশ্বভারতীকে এমনটাই জানালেন উপাচার্য।
বিশ্বভারতীর রতনপল্লি এলাকায় অমর্ত্য মার্কেট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে ওই মার্কেটে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে কিছু দোকানপাট। বিশেষ করে ফল, খাবারের দোকান রয়েছে এই মার্কেটে। বিশ্বভারতীর পড়ুয়ারা এখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাবার প্রভৃতি সংগ্রহ করে থাকেন। এই মার্কেটে যেসব দোকান দীর্ঘদিন খোলা হয় না, সেই দোকানগুলি এদিন ভেঙে দেওয়া হয়। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে কর্মী, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা এসে দোকানগুলি ভেঙে দেন।