মহম্মদবাজার ও দেওচা পাচামি, 18 নভেম্বর :দেওচা পাচামিতে (Deucha Pachami) কালো পতাকা দেখানো হল বিজেপির অন্যতম রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্য়ায়কে (Raju Banerjee) ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছেন ৷ এমনকী, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও দাবি করেছেন রাজু ৷ পাশাপাশি তোলা হয় গো ব্যাক স্লোগান ৷
আরও পড়ুন :Deucha Pachami : আদিবাসীদের অমতে খনি নয়, দেওচা পাচামিতে হুঁশিয়ারি বিজেপি নেতার
বীরভূমের দেওচা পাচামিতে প্রস্তাবিত কয়লা প্রকল্প নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে ৷ দেওচা পাচামিতে খোলামুখ কয়লা খনি তৈরির প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ৷ এই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত ৷ রাজ্যের তরফে তাঁদের জমি অধিগ্রহণ করেই খনি তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷ এর জন্য জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণও দেওয়া হবে বলে দাবি রাজ্য সরকারের ৷ অন্যদিকে বিজেপির অভিযোগ, স্থানীয় আদিবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করে দেওচা পাচামিতে খনি তৈরি করা হচ্ছে ৷