পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক - শতাব্দী রায়

Lok Sabha Elections 2023: তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই বীরভূম লোকসভা আসনে সেখানকার সাংসদ শতাব্দী রায় আবার প্রার্থী হতে চলেছেন বলে জানিয়েছেন ওই জেলার হেভিওয়েট নেতা তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 1:04 PM IST

Updated : Nov 10, 2023, 1:46 PM IST

সাংসদ শতাব্দীই ফের বীরভূমের প্রার্থী ! চন্দ্রনাথের ঘোষণায় বিতর্ক

সাঁইথিয়া, 10 নভেম্বর: আর কয়েকমাস পরই লোকসভা নির্বাচন৷ ফলে বিভিন্ন রাজনৈতিক দলে প্রস্তুতিও শুরু হয়েছে ৷ কিন্তু কোনও দলই এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি ৷ কারও নাম ঘোষণাও হয়নি ৷ তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয় ৷ তার পরও বীরভূম লোকসভা আসনে শতাব্দী রায়ের নাম ঘোষণা করে দিলেন ওই জেলার হেভিওয়েট তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷

যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ প্রশ্ন উঠেছে, ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের কি এতে সম্মতি আছে ? যদি সম্মতি না থাকে, তাহলে কীভাবে তিনি এই ঘোষণা করলেন ?

উল্লেখ্য, বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজয়া সম্মিলনী ছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ সেখানেই সাংসদকে পাশে বসেই কার্যত 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে শতাব্দীর নাম ঘোষণা করে দেন মন্ত্রী ৷

বিজয়া সম্মিলনীর মঞ্চে ভাষণ দিচ্ছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

চন্দ্রনাথ সিনহা বলেন, "2014 সালে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ করেনি ৷ 2019 সালেও তাই ৷ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে । তবে আগামী লোকসভায় বীরভূম জেলার মানুষ হিসেবে আমার দুটো আসল উপহার দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে । এখানে আপনাদের সাংসদ শতাব্দী বসে আছেন । তাঁকে আগামীতে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে সাঁইথিয়া শহর তৃণমূলের শহর ।"

বীরভূমের সাংসদ শতাব্দী রায়

বীরভূম লোকসভা আসনে শতাব্দী প্রথমবার জেতেন 2009 সালে ৷ তার পর দু’বার (2014 ও 2019) তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ৷ দু’বারই তিনি জিতেছেন ৷ এবারও হয়তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরই ভরসা রাখবে ৷ কিন্তু ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনীতিতে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ স্বাভাবিকভাবেই তাই চন্দ্রনাথের এই বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে ৷ যদিও এই প্রসঙ্গে মন্ত্রীর সাফাই, "আমরা জেলা থেকে প্রার্থী ঘোষণা করব না । তবে আমাদের দাবি শতাব্দী রায়ই প্রার্থী হোক ।"

আর যাঁকে ঘিরে এই বিতর্ক, বীরভূমের তিনবারের সাংসদ সেই শতাব্দী রায় বলেন, "আমি এই বিষয়ে কী আর বলব ! মন্ত্রী বলেছে । ওঁকেই জিজ্ঞাসা করুন ।"

আরও পড়ুন:

  1. মহুয়ার পাশে দাঁড়িয়ে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন শতাব্দীর
  2. ফলক বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে কড়া ভাষায় আক্রমণ শতাব্দীর
  3. সিউড়িতে রেলের ওভারব্রিজের দাবিতে বিক্ষোভে সাংসদ শতাব্দী রায়
Last Updated : Nov 10, 2023, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details