পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুই থেকে উদ্ধার 80 টি বোমা - পাডুইয়ে উদ্ধার বোমা

আগেই কোয়রানটাইন সেন্টার গড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাড়ুই । তারপর আজ সেখান থেকেই বোমা উদ্ধার করল পুলিশ ।

Bomb
উদ্ধার হওয়া বোমা

By

Published : Apr 15, 2020, 2:26 PM IST

পাড়ুই, 15 এপ্রিল : পুকুর ও রাস্তার ধার থেকে উদ্ধার হল ড্রাম ভরতি বোমা । ড্রাম থেকে মোট 80টি বোমা উদ্ধার করা হয় । পরে সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড । পাড়ুইয়ের গোলাপবাগ ও তালিবপুর এলাকার ঘটনা ।

তালিবপুরে কয়েকদিন আগে কোয়রানটাইন সেন্টার গড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয় একজনের । গুলিবিদ্ধ হয়ে জখম হয় একজন । ঘটনায় গ্রেপ্তার হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী । এরপর থেকেই পাড়ুইয়ে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ ।

আজ তল্লাশি চালাতে গিয়ে তালিবপুরে দুই ব্যাগ ও গোলাপবাগ গ্রাম থেকে দুই ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ । সংশ্লিষ্ট গ্রামের ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোলপুর বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details