কাঁকরতলা, 24 অগাস্ট : বীরভূমের কাঁকরতলায় বড়রা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ ৷ স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতেই বোমা মজুত ছিল ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ির ছাদ উড়ে যায় ৷
কাঁকরতলায় বোমা বিস্ফোরণের ঘটনা প্রথম নয় ৷ এর আগেও এলাকারই এক তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ হয়েছিল । আজকের বিস্ফোরণটি হয় তৃণমূলের বড়রা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মহিবুলের বাড়িতে ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকরতলা থানার পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশও মনে করছে, বাড়িতে বোমা মজুত ছিল ৷ কী কারণে বোমা মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল ছাদ - Birbhum boma blast
কাঁকরতলায় বোমা বিস্ফোরণের ঘটনা প্রথম নয় ৷ এর আগেও এলাকারই এক তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ হয়েছিল । আজকের বিস্ফোরণটি হয় তৃণমূলের বড়রা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মহিবুলের বাড়িতে ৷
বিস্ফোরণের পরের ছবি
পুলিশের প্রাথমিক অনুমান, প্ল্যাস্টিকের ড্রামে বোমা মজুত ছিল ৷ শেখ মহিবুল দলীয় কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ৷ এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে । পাঁচ দিন আগেই সে জামিনে ছাড়া পেয়েছে ৷ জানা যাচ্ছে, বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিল না ।
Last Updated : Aug 24, 2019, 8:00 PM IST