পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইদের আগে শর্তসাপেক্ষে দোকান-বাজার খোলার প্রচার তৃণমূলের - তৃণমূল

চলছে রমজান মাস, সামনে ইদ। এমন সময় শর্তসাপেক্ষে সামাজিক দূরত্ব মেনে বোলপুরে দোকান বাজার খোলার প্রচার তৃণমূলের।

TMC promoting conditional opening of shops
বোলপুর

By

Published : May 19, 2020, 7:12 PM IST

বোলপুর, 19 মে: রমজান মাসে, ইদের আগেভাগে সামাজিক দূরত্ব মেনে দোকান-বাজার খোলার প্রচার তৃণমূলের। দলটির তরফে আজ বোলপুর শহরজুড়ে মাইকিং করে প্রচারে বলা হল, ইদের আগে দোকান খোলা রাখুন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখতে হবে। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে ব্যবসায়ীদের দোকান খুলতে পরামর্শ দিল রাজনৈতিক দলটি।

এখনও অবধি বীরভূম জেলায় মোট 11 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে 6 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সরকারি নির্দেশে অরেঞ্জ জোন হিসেবে চিহ্নিত হয়েছে বীরভূম জেলা। এদিকে, কেন্দ্র ও রাজ্যের নির্দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী 31 মে পর্যন্ত। আর এই সময়ের মধ্যেই চলছে রমজান মাস। তারপর সামনে ইদ। সেই উৎসবের আগেভাগে সামাজিক দূরত্ব বজায় রেখে বোলপুর শহরের দোকান-বাজার খোলা রাখার পরামর্শ দেওয়া হল তৃণমূলের তরফে। এই বিষয়ে সোমবার বোলপুর শহরজুড়ে মাইকিং করে প্রচার করে শাসক দলটি। প্রচারে শহরের ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশে বলা হয়, দোকান খুলুন, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। পাশাপাশি ব্যবসায়ী ও গ্রাহক উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক বলেও জানানো হয়। পাশাপাশি স্থানীয় জনতাকে যাবতীয় সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয় আজকের প্রচারে। সোমবার তৃণমূলের দলীয় পতাকা লাগানো একটি টোটোয় বোলপুর-শান্তিনিকেতনের রাস্তাজুড়ে চালানো হয় এই প্রচার কাজ।

এদিকে, আজ থেকেই নির্দিষ্ট সময়ের জন্যে শর্তসাপেক্ষে বীরভূম জেলায় অধিকাংশ দোকান-বাজার খোলার অনুমতি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

ABOUT THE AUTHOR

...view details