কলকাতা, 31 অক্টোবর : দল এবং দলনেত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে চলতি বছরের জানুয়ারিতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ নিজের নির্বাচনী কেন্দ্র ডোমজুড়েই বিধানসভা আসনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি ৷ আজ ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আবারও তাঁর পুরোনো দল তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল ৷ এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "রাজীবকে জামাই আদর করা বিজেপির ভুল ছিল ৷ আগেই জানতাম উনি যাবেন ৷ তৃণমূল থেকে আসার পর ওনাকে জামাই আদর করায় নিচুতলার কর্মীরা ক্ষুব্ধ হয়েছিল। ভালই হয়েছে উনি চলে গিয়েছেন ৷ পাপ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভাল। "
দলনেত্রীর ছবি হাতে দল ছাড়ার সময় দল এবং মন্ত্রিসভায় নিজের গুরুত্ব নিয়ে নানা মন্তব্যও করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তবে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে ক্রমশই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে রাজীবাবুর ৷ নির্বাচনের পর থেকেই একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে ৷ আজ তাঁর ঘর ওয়াপসি ঘটল ৷ যে ঘটনাকে ঘিরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতার বিষয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা ৷