পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়, অভিযুক্ত BJP - burned

তৃণমূলের বৈঠক চলাকালীন জয় শ্রীরাম স্লোগান । পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয় । অভিযুক্ত BJP ।

ভস্মীভূত তৃণমূল কার্যালয়

By

Published : May 29, 2019, 8:08 PM IST

আহমেদপুর (বীরভূম), 29 মে : তৃণমূল কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি আহমেদপুর সাঙড়া গ্রাম পঞ্চায়েতের মেলানপুর গ্রামের । এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল ।

মঙ্গলবার মেলানপুর গ্রামে তৃণমূলের কার্যালয়ের বাইরে কর্মীদের একটি অঞ্চল কমিটির বৈঠক চলছিল । অভিযোগ, তখন সেখানে এসে BJP কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেয় । এরপর দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয় । বাঁশ লাঠি নিয়ে তখন দু'পক্ষ একে অপরের উপর হামলা চালায় । তখন তৃণমূলের বুথ কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আহমেদপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চলছে পুলিশি টহল ।

অভিযোগ অস্বীকার করেছে BJP-র বীরভূম জেলার সহ সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "আমরা কারও কার্যালয় পুড়িয়ে দিইনি । ওর নিজেরাই এগুলো করেছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details