বীরভূম, 25 এপ্রিল : তীব্র গরমে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ ৷ এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার এ পর্যন্ত বীরভূমে মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস (Heat Wave Scorches Birbhum) ৷ বীরভূমে আগামী 3-4 দিন তাপ প্রবাহের সতর্কতা জারি করল শ্রীনিকেতন হাওয়া অফিস ৷ আগামী 4-5 দিন বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই ৷
মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া পাশাপাশি বীরভূম জেলায় কার্যত লু বইছে । গরম হওয়ার দাপটে বির্পযস্ত জনজীবন । এদিন বীরভূমের তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছ শ্রীনিকেতন আবহাওয়া দফতর। এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 18 শতাংশ । আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷