পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heat Wave Scorches Birbhum : কোথায় বৃষ্টি ? সোমবার মরসুমের উষ্ণতম দিন দেখল বীরভূমবাসী - birbhum recorded its hottest day of the season on monday

আগমী 3-4 দিন তাপ প্রবাহের সতর্কতা জারি বীরভূমে ৷ এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ খবর শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে (Heat Weave Alert In Birbhum) ৷

Heat Weave Alert In Birbhum
তাপ প্রবাহের সতর্কতা জারি বীরভূমে

By

Published : Apr 25, 2022, 9:27 PM IST

বীরভূম, 25 এপ্রিল : তীব্র গরমে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ ৷ এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার এ পর্যন্ত বীরভূমে মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস (Heat Wave Scorches Birbhum) ৷ বীরভূমে আগামী 3-4 দিন তাপ প্রবাহের সতর্কতা জারি করল শ্রীনিকেতন হাওয়া অফিস ৷ আগামী 4-5 দিন বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই ৷

মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া পাশাপাশি বীরভূম জেলায় কার্যত লু বইছে । গরম হওয়ার দাপটে বির্পযস্ত জনজীবন । এদিন বীরভূমের তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছ শ্রীনিকেতন আবহাওয়া দফতর। এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 18 শতাংশ । আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

তাপ প্রবাহের সতর্কতা জারি বীরভূমে

আরও পড়ুন:Heat Wave Precautions : রাজ্যে তাপপ্রবাহের চোখ রাঙানি, পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও । এমনটাই খবর শ্রীনিকেতন আবহাওয়া অফিস সূত্রে । তবে 4 থেকে 5 দিন পর তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷ তবে দুপুর 12 থেকে 3 টে পর্যন্ত মানুষজনকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর । এপ্রসঙ্গেই, শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে চার পাঁচ দিন পর থেকে এই পরিস্থিতি কিছুটা বদলাতে পারে । মানুষজনকে খুব সতর্ক থাকতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details