বোলপুর, 13 এপ্রিল : "দিলীপ ঘোষ-রাহুল সিংহ যে ভাষায় কথা বলছেন আমি বললে আমাকে 24 ঘণ্টার মধ্যে নজরবন্দি করা হত ।" সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "নির্বাচন কমিশন একতরফা কাজ করছে । বিজেপি যা বলছে, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে নির্বাচন কমিশন । বাংলার মানুষ ব্যালটে জবাব দেবেন ।"
এদিন বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল । বৈঠকে উপস্থিত ছিলেন দুই বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও আশিস বন্দ্যোপাধ্যায় । বৈঠক শুরুর আগে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত । ভীষণ শান্ত ভঙ্গিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি ৷ তাঁর এই অভিযোগের যুক্তি হিসাবে বলেন, ‘‘দিলীপ ঘোষ বা রাহুল সিনহারা যেভাবে প্রকাশ্যে মানুষ মারার কথা বলেছেন তেমনটা তিনি নিজে করলে 24 ঘণ্টার মধ্যে নজরবন্দি করা হত ৷ কিন্তু রাহুল বা দিলীপের কাউকেই তা করা হয়নি ৷ ’’