পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anupam Kher at Visva Bharati: গুরুদেবে বুঁদ অনুপম এড়ালেন অমর্ত্যের নোবেল সংক্রান্ত প্রশ্ন - অমর্ত্য সেন

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে আয়োজিত 57তম লেকচার সিরিজে যোগ দিতে এলেন অনুপম খের (Anupam Kher at Visva Bharati) ৷ এড়ালেন অমর্ত্য সেন সম্পর্কে করা প্রশ্ন (Question on Amartya Sen) ৷

Anupam Kher avoids Question on Amartya Sen during his Visit at Visva Bharati University
বিশ্বভারতীতে অনুপম খের

By

Published : Mar 13, 2023, 6:40 PM IST

বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি অনুপম খের

বোলপুর, 13 মার্চ:রবিবার বিতর্কে জড়ালেন, আর সোমবার বিতর্ক এড়ালেন ! যাঁর সম্পর্কে একথা বলা হচ্ছে, তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা অনুপম খের ৷ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কারও মনে কোনও সংশয় না-থাকলেও, ইদানীং অনুপমের বহু আচরণ এবং মন্তব্যে গেরুয়া শিবিরের প্রকট প্রভাব দেখতে পাচ্ছেন সমালোচকরা ৷ এহেন অনুপম এসেছেন বাংলায় ৷ তাঁর প্রধান গন্তব্য ছিল বীরভূমের শান্তিনিকেতনের একটি অনুষ্ঠান ৷ কিন্তু, তার আগেই (রবিবার) কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অভিনেতা ৷ যা নিয়ে শুরু হয় নয়া বিতর্ক ৷ সেই ঘটনার পরদিনই (সোমবার) শান্তিনিকেতনে এসে পৌঁছন অভিনেতা ৷ এখানে তাঁকে অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে যান তিনি ৷

এদিন বিকেল 4টে 30 মিনিট থেকে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয় 57তম লেকচার সিরিজ ৷ এই অনুষ্ঠানেই বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন অনুপম ৷ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্বভারতী পৌঁছে যান তিনি (Anupam Kher at Visva Bharati) ৷ ঘুরে দেখেন কবিগুরুর স্মৃতিধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অংশ ৷ এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন অনুপম ৷ তাঁকে প্রশ্ন করা হয়, প্রথমবার শান্তিনিকেতনে এসে কেমন লাগছে ? জবাবে অনুপম বলেন, "মন্দিরে এসে যেমন লাগে, তেমনই লাগছে ৷ এই জায়গা তো মন্দিরের থেকে কম কিছু নয় ৷ গুরুদেবের লাইব্রেরি দেখলাম, ওঁর শয়ন কক্ষ দেখলাম ৷ ওঁর পিয়ানো, দোলনা, পুরনো বইয়ের বিপুল সংগ্রহ দেখলাম ৷ ওই লাইব্রেরিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে ৷ কত বই ওখানে ! যখন কোনও মানুষ উন্নতি করে, তখন তাঁর এখানে আসা উচিত ৷ তাতে পা মাটিতে থাকে ৷ এই জায়গা দেশের গর্ব ৷ বিদেশেও সমান সম্মানিত ৷ ওঁর সঙ্গে কত বিখ্যাত মানুষের ছবি দেখলাম !"

এরপরই এক সাংবাদিক অনুপমকে প্রশ্ন করেন অমর্ত্য সেন সম্পর্কে (Question on Amartya Sen) ৷ তিনি বলেন, এই শান্তিনিকেতনেই আরও একজন গুণী মানুষ থাকেন ৷ তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ কিন্তু, সম্প্রতি বিশ্বভারতীর উপাচার্য অমর্ত্যের সেই নোবেল প্রাপ্তিকেই অস্বীকার করেন ! এই প্রসঙ্গে অনুপমের বক্তব্য জানতে চান সাংবাদিক ৷ জবাবে অভিনেতা বলেন, "আমি এই বিষয় কিছুই জানি না ৷ তাই কোনও মন্তব্য করব না ৷" প্রশ্ন উঠছে, বিতর্ক এড়াতেই কি অমর্ত্য সেনকে নিয়ে করা প্রশ্ন পাশ কাটিয়ে গেলেন দ্য কাশ্মীর ফাইলসের এই চরিত্রাভিনেতা ?

আরও পড়ুন:বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপম, দেবেন বক্তৃতা

প্রসঙ্গত, এদিন বোলপুরে আসার আগে রবিবার কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে যোগ দেন অনুপম খের ৷ সেখানে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ছিলেন ৷ সেই মঞ্চে বিবেক দাবি করেন, বাংলায় নাকি অসংখ্য 'মিনি কাশ্মীর' রয়েছে ! অনুপম বলেন, তাঁকে নাকি কারা বলেছেন, তিনি বিশ্বভারতীতে এলে সমস্যা তৈরি হবে ! তার প্রেক্ষিতে অনুপম বলেন, 'কোনও মায়ের ব্যাটা' (কোই মাই কা লাল) তাঁকে বিশ্বভারতীতে আসা থেকে আটকাতে পারবে না ! বিবেক ও অনুপমের এইসব মন্তব্য নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ তৃণমূল শিবিরের নেতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্ব অভিযোগ করেন, বিবেক, অনুপমরা বাংলা সম্পর্কে কিছু না জেনেই পরিস্থিতি অশান্ত করতে চাইছেন ৷ অশান্তিতে ইন্ধন জোগাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details