পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Roopa - Anubrata : সুব্রতকে নিয়ে রূপার ফেসবুক পোস্টের পাল্টা কুকথা অনুব্রতর - অনুব্রত মণ্ডল

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ফেসবুকে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্ট-সহ বিজেপি নেতাদের নিজেদের মধ্যে বিশৃঙ্খলা, বেসুরো মন্তব্য ও রেশন বন্ধ নিয়ে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন অনুব্রত মণ্ডল ৷

Roopa - Anubrata
Roopa - Anubrata

By

Published : Nov 7, 2021, 6:45 PM IST

Updated : Nov 7, 2021, 8:30 PM IST

বোলপুর, 7 নভেম্বর : সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টকে ঘিরে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ এবার সেই পোস্ট নিয়ে অশালীন মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷

রবিবার বোলপুরে বাহিরী ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল টুর্নামেন্টে এসে তিনি বলেন, "রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টটা আমরা দেখেছি ৷ সুব্রত মুখোপাধ্যায় ওনার বাবারতুল্য ৷ মানুষ যতই খারাপ হোক, মৃত্যু হলে তাঁকে কেউ খারাপ বলে না ৷ আমি জানি না ওর বাবা-মা বেঁচে আছেন কিনা ৷ আমার মনে হয় ওর অভ্যাস হয়ে আছে, হয়তো ওর বাবা-মা মারা গেলে কেউ খারাপ বলেছিল, তাই সেই ভাষাটাই এখনও ওর ঠোঁটে লেগে রয়েছে ৷"

সুব্রতকে নিয়ে রূপার ফেসবুক পোস্ট-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

বিজেপির মধ্যে একাধিক নেতাদের বেসুরো হওয়া ও কেন্দ্র সরকারের রেশন বন্ধ করার বিষয় নিয়েও এদিন বিজেপিকে একহাত নেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷ কেন্দ্রের রেশন বন্ধ নিয়ে তিনি বলেন, "কেন্দ্র এখন রেশন বন্ধ করে দিচ্ছে পরে অনেক কিছুই বন্ধ করে দেবে ৷ ওসবে কিছু এসে যায় না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিচ্ছে ৷"

বিজেপি নেতাদের দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি ও বেসুরো হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "ওসব দেখে লাভ নেই ৷ কে বেসুর, কে খেসুর, কে ঠিকসুর ওসব আমরা ঠিক বলে দেব ৷ আমার কালীপুজোয় অনেক পাঁঠা এসেছিল ৷ একটা পাঁঠা আরেকটা পাঁঠাকে মেনে নিতে পারছিল না ৷ ঢোঁসাঢুঁসি করছিল ৷ বিজেপিরও অন্দরে এখন সেই অবস্থায় হয়েছে ৷"

আরও পড়ুন :Roopa Ganguly: প্রয়াত সুব্রতকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, সমালোচনায় বিদ্ধ রূপা

Last Updated : Nov 7, 2021, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details