বোলপুর, 2 নভেম্বর : অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ৷ বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি ৷ বরাবরই নিজের নানা মন্তব্য ও কাজের কারণে সংবাদ শিরোনামে থাকেন তিনি ৷ এবার কালীপুজোর আগে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অনুব্রত ৷
বোলপুরে তৃণমূল কার্যালয়ের কালী প্রতিমাকে এবার প্রায় 560 ভরি সোনার অলঙ্কার দিয়ে সাজিয়েছেন কেষ্ট ৷ এই বিপুল পরিমাণ সোনার বাজার দর প্রায় 2 কোটি 65লক্ষ টাকা ৷ এই বিপুল মূল্যের সোনার অলঙ্কারই এবার পরানো হল বোলপুরে তৃণমূল কার্যালয়ের মা কালীকে ৷ গয়না পরানোর তদারকি করলেন খোদ অনুব্রত মণ্ডল ৷ বোলপুরের তৃণমূল কার্যালয়ে প্রতি বছর কালী পুজো হয় ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজেই এই পুজোর তদারকি করেন। প্রতি বছরই কালী প্রতিমাকে সোনার গয়না পরানো হয় ৷ প্রতিমার মাথার মুকুট থেকে কানের দুল, গলার হার, হাতের বালা, টিপ, কোমরের বন্ধ, শিবের কোলকে সবই সোনার। গত বছর প্রায় 360 ভরি সোনার গয়না পরানো হয়েছিল এখানকার কালী প্রতিমাকে ৷