পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mandal : আড়াই কোটির সোনায় সাজছে অনুব্রতর কালী প্রতিমা - অনুব্রতর কালী প্রতিমা

প্রতিমার মাথার মুকুট থেকে কানের দুল, গলার হার, হাতের বালা, টিপ, কোমরের বন্ধ, শিবের কোলকে সবই সোনার। গত বছর প্রায় 360 ভরি সোনার গয়না পরানো হয়েছিল এখানকার কালী প্রতিমাকে ৷

Anubrata Mandal
আড়াই কোটির সোনায় সাজছে অনুব্রতর কালী প্রতিমা

By

Published : Nov 2, 2021, 4:16 PM IST

বোলপুর, 2 নভেম্বর : অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ৷ বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি ৷ বরাবরই নিজের নানা মন্তব্য ও কাজের কারণে সংবাদ শিরোনামে থাকেন তিনি ৷ এবার কালীপুজোর আগে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অনুব্রত ৷

বোলপুরে তৃণমূল কার্যালয়ের কালী প্রতিমাকে এবার প্রায় 560 ভরি সোনার অলঙ্কার দিয়ে সাজিয়েছেন কেষ্ট ৷ এই বিপুল পরিমাণ সোনার বাজার দর প্রায় 2 কোটি 65লক্ষ টাকা ৷ এই বিপুল মূল্যের সোনার অলঙ্কারই এবার পরানো হল বোলপুরে তৃণমূল কার্যালয়ের মা কালীকে ৷ গয়না পরানোর তদারকি করলেন খোদ অনুব্রত মণ্ডল ৷ বোলপুরের তৃণমূল কার্যালয়ে প্রতি বছর কালী পুজো হয় ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজেই এই পুজোর তদারকি করেন। প্রতি বছরই কালী প্রতিমাকে সোনার গয়না পরানো হয় ৷ প্রতিমার মাথার মুকুট থেকে কানের দুল, গলার হার, হাতের বালা, টিপ, কোমরের বন্ধ, শিবের কোলকে সবই সোনার। গত বছর প্রায় 360 ভরি সোনার গয়না পরানো হয়েছিল এখানকার কালী প্রতিমাকে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

মঙ্গলবার এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এবছর প্রায় 560-570 ভরি সোনা জমে পড়েছে ৷ আগের বছর যা ছিল প্রায় 360 ভরি ৷ এই বিপুল পরিমাণ সোনার উৎস প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "মনস্কামনা পূরণের জন্য মা কালীকে সোনার গয়না দেন বহু মানুষ। মা কে যা চাই তাই মা দেয়, তাই আমিও মাকে সাজিয়ে দিই ।’’ পাশাপাশি, এদিন বিজেপিকে কটাক্ষও করেন তিনি ৷ বলেন, "2024 এর লোকসভা নির্বাচনের আগে ২ বছর প্র্যাকটিস করব তারপর বড় মাঠে খেলতে নামব। ২১-এ খেলে দেখিয়ে দিলাম। এত গোল খেয়েও বিজেপির পেট ভরেনি।" সোনার অলঙ্কারে সজ্জিত এই কালী প্রতিমার সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details