শান্তিনিকেতন, 9 মে : সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের 158 তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বভারতীতে। ভোর পাঁচটায় গৌড়প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান ।
ভোর সাড়ে পাঁচটায় উত্তরায়ণে হয় প্রথম অনুষ্ঠান কবিকণ্ঠ । পরে প্রথা অনুযায়ী সকাল 7টায় উপাসনাগৃহে শুরু হয় উপাসনা । বিশ্বভারতী চত্বরে আজকের দিনটির মাহাত্ম্য আলাদা তো বটেই, অন্যরকমও । তাই বেশ কিছুদিন ধরেই সাজ সাজ রব শেষে আজ অনুষ্ঠানে সামিল হয় পড়ুয়ারা ।