পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর - তলিয়ে গেল সিউড়ির ক্লাস টুয়েলভের এক ছাত্র

শান্তিনিকেতনে বেড়াতে এসে কোপাই নদীতে তলিয়ে গেল ক্লাস টুয়েলভের এক ছাত্র ৷ সঙ্গে ছিল আরও পাঁচ বন্ধু ৷

kopai river
কোপাই নদীতে তলিয়ে গেল টুয়েলভের এক ছাত্র

By

Published : Aug 13, 2020, 10:43 PM IST

শান্তিনিকেতন, 13 অগাস্ট : শান্তিনিকেতনে কোপাই নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল এক কিশোর । সিউড়ি থেকে পাঁচ বন্ধুর সঙ্গে আজ শান্তিনিকেতনে এসেছিল সে । স্নান করতে নেমে জলের তোড়ে তলিয়ে যায় । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থানে । পরে ডুবুরি নামানো হয় ।

সিউড়ির লালকুঠি পাড়ার বাসিন্দা মহম্মদ আমন । সিউড়ি জেলা স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র সে । আজ পাঁচ বন্ধুর সঙ্গে ফোটোশুট করতে শান্তিনিকেতনে এসেছিল । সেই সময় কোপাই নদীতে নামে তারা । কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলের স্রোত রয়েছে কোপাই নদীতে । সেই জলের তোড়েই তলিয়ে যায় আমন । বাকি চার বন্ধু কোনওরকমে পারে উঠে আসে।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । ডুবুরি নামাতে দেরি হওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । পরে সিউড়ি থেকে ডুবুরি আনা হয়।

তলিয়ে যাওয়া কিশোরের চার বন্ধুকে শান্তিনিকেতন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । তার বাবা মহম্মদ ইকবাল বলেন, "শান্তিনিকেতন বেড়াতে এসেছিল বন্ধুদের সঙ্গে। তারপর থেকে ফোনে পাচ্ছিলাম না ওকে। পরে এই খবর পাই ৷"

ABOUT THE AUTHOR

...view details