রামপুরহাট, 16 জানুয়ারি:হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) ঘটনায় দুই অফিসারকে সাসপেন্ড করল সিবিআই (CBI Officers Suspended)। এ ছাড়াও রাজ্য পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে । বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Case) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে ৷ যা নিয়ে বিভাগীয় তদন্ত চলছিল ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিআইডিও ৷ এরই মধ্যে বরখাস্ত হলেন চারজন ৷
সিবিআই হেফাজতে মৃত লালন শেখ
2022 সালের 12 ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে মৃত্যু হয় বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ৷ শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছিল । লালনই ছিলেন বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত । কীভাবে সিবিআই হেফাজতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । কেন্দ্রীয় গোয়েন্দাদের ঘাড়ে দায় চাপিয়ে ক্ষোভ উগড়ে দেন নিহতের স্ত্রী রেশমা বিবি ৷ তদন্তকারী সিবিআই অফিসারদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি ।
লালনের মৃত্যুর তদন্ত চলছে