পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথের 18টি চিঠি বিশ্বভারতীর হাতে তুলে দিল টেগোর রিসার্চ ইনস্টিটিউট - Visva Bharati University

Visva-Bharati University: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 18টি চিঠি এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিল ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউট’ ৷ এই চিঠিগুলি তিনি সাহিত্যিক তথা অধ্যাপক প্রমথনাথ বিশীকে লিখেছিলেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 6:46 PM IST

বোলপুর, 4 নভেম্বর: স্নেহধন্য প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের 18টি গুরুত্বপূর্ণ চিঠি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল ৷ এতকাল এই চিঠিগুলি ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউটে’র কাছে সংরক্ষিত ছিল ৷ এবার অধিকতর প্রচারের জন্য চিঠিগুলি রবীন্দ্রভবন সংগ্রহশালায় সংরক্ষিত হবে ৷ আনুষ্ঠানিকভাবে এই চিঠি হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রমথনাথের কন্যা চিরশ্রী বিশী চক্রবর্তী-সহ বিশিষ্টরা ৷

প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি

1910 সালে শান্তিনিকেতন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেছিলেন প্রমথনাথ বিশী ৷ তখনও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়নি ৷ দীর্ঘ 17 বছর অধ্যয়নের সময় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নজরে আসেন ৷ পরবর্তীতে গুরুদেবের অত্যন্ত স্নেহধন্য হয়ে ওঠেন প্রমথনাথ বিশী ৷ রবীন্দ্র সমালোচক হিসাবে পরিচিত প্রমথনাথের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্কের কথা জানা যায় 'রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন' গ্রন্থ থেকে ৷

প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি

সাহিত্যকীর্তিতে নিপুণ হয়ে ওঠা অধ্যাপক প্রমথনাথ বিশীকে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক চিঠি লিখেছেন ৷ বিভিন্ন সময় তাঁর চিঠির উত্তরও দিয়েছিলেন বিশ্বকবি ৷ প্রমথনাথ বিশীর কাছে থাকা এই রকম 18টি চিঠি 1979 সালে 'শুভাকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ' নামে টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছিল ৷ কলকাতার কালীঘাটে টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ‘রবীন্দ্র চর্চা ভবনে’ আনুষ্ঠানিকভাবে এই মূল্যবান 18টি চিঠি বিশ্বভারতীর হাতে তুলে দেওয়া হল ৷ উপস্থিত ছিলেন প্রয়াত সাহিত্যিক প্রমথনাথ বিশীর কন্যা চিরশ্রী বিশী চক্রবর্তী, রবীন্দ্রভবনের পক্ষ থেকে ছিলেন অধ্যাপক অমল পাল, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, অধ্যাপক সৌগত রায়, শিক্ষাবিদ পবিত্র সরকার-সহ বিশিষ্টরা ৷

প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি

আরও পড়ুন:বিশ্বভারতীর 'হেরিটেজ' ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম, ব্রাত্য রবীন্দ্রনাথ

জানা গিয়েছে, 1918-39 সালের মধ্যে এই চিঠিগুলি লিখেছিলেন কবিগুরু ৷ মূলত, প্রমথনাথ বিশীর সাহিত্যকর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত, রবীন্দ্রনাথের লেখনী সম্পর্কে প্রমথনাথের জিজ্ঞাস্যের উত্তর এবং গুরুদেব ব্যক্তিগত কিছু মতামত নিয়ে এই চিঠিগুলি লিখেছিলেন ৷ এমন 18টি চিঠি বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালায় সংরক্ষিত হবে ৷ টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক অয়নেন্দ্রনাথ বসু বলেন, "দীর্ঘ সাড়ে চার দশক ধরে এই মূল্যবান চিঠিগুলি আমরা সংরক্ষণ করেছি ৷ আরও বেশি প্রচার ও সংরক্ষণের জন্য এবার রবীন্দ্রভবনকে এগুলি দান করা হল ৷"

ABOUT THE AUTHOR

...view details