পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত সন্দেহে বাঁকুড়া মেডিকেলের বিশেষ বিভাগে ভরতি মহিলা - effected with corona

কোরোনার উপসর্গ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে ভরতি করা হল এক মহিলাকে । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের কোনও খবর নেই । ওই মহিলার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

hospital
বাঁকুড়া

By

Published : Apr 16, 2020, 9:31 AM IST

বাঁকুড়া, 16 এপ্রিল: কোরোনায় সংক্রমিত সন্দেহে এক মহিলাকে ভরতি করা হল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষ বিভাগে । জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয় ।

ওই মহিলা ঝাড়গ্রামের বিনপুরের বাসিন্দা । গতকাল প্রথমে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন । কারণ 9 এপ্রিল মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে এক সন্তানের জন্ম দেন তিনি । প্রাথমিক পরীক্ষার পর কোরোনায় সংক্রমিত সন্দেহে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের বিশেষ বিভাগ লোকপুরে স্থানান্তরিত করা হয় । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । মহিলার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এদিকে হাসপাতালের 16 জনকে কোয়ারানটাইনে রাখা হয়েছে । এর মধ্যে প্রসূতি বিভাগের যে সব ডাক্তার ও নার্স ওই মহিলার চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন বা সংস্পর্শে এসেছেন তাঁরাও রয়েছেন । ওই মহিলার বাড়ির লোকদেরও কোয়ারানটাইনে রাখা হয়েছে ।

যদিও হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, যাঁরা আগে ওই মহিলার চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন সেইসব স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের ডিউটি অফ থাকায় তাঁরা হাসপাতালে আসছেন না । এদিকে গতকাল সকালে ফিভার ওয়ার্ডে মৃত্যু হয়েছে বাঁকুড়া তালডাংরা এলাকার এক যুবকের । তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফিভার ওয়ার্ডে ভরতি ছিলেন । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের কোনও খবর নেই ।

ABOUT THE AUTHOR

...view details