খাতড়া (বাঁকুড়া), 19 জুলাই: কোথাও রাস্তার মাঝে বিশাল গর্ত ৷ তো আবার কোথাও রাস্তায় মাঝে পিচ আছে, তো দু’দিকে খানাখন্দ ৷ আর সেখানে জমে বর্ষার জল ৷ অসাবধান হয়েছে কি, দুর্ঘটনা নিশ্চিত ৷ এমনই বেহাল দশা বাঁকুড়ার খাতড়া ব্লকের আড়কামা এলাকার 13 কিলোমিটার দীর্ঘ রাস্তার ৷ যে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে অনেক প্রাণ গিয়েছে বলে অভিযোগ ৷ এমনকি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই এবার রাস্তা সারানোর দাবিতে মুড়াগ্রামে পথ অবরোধ করলেন স্থানীয়রা ৷ লিখিত প্রতিশ্রুতি না দিলে অবরোধ উঠবে না বলে জানিয়েছেন আন্দোলনকারী গ্রামবাসীরা ৷
পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে ৷ তবে, বোর্ড গঠন কোথাও হয়নি ৷ এরই মধ্যে একাধিক জেলায় ফের ভোট হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এমনকি আদালতেও একাধিক মামলা জমা রয়েছে ৷ এই পরিস্থিতিতে রাস্তার দাবিতে পথ অবরোধ করল বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের আড়কামা অঞ্চলের বাসিন্দারা ৷ বেহাল রাস্তা দিয়ে প্রাণহাতে নিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ স্থানীয়দের ৷ অভিযোগ রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুল্যান্স বা বড় কোনও গাড়ি সেখানে আসতে চায় না ৷ আর আসলেও ভাড়া চাওয়া হয় চার থেকে পাঁচগুণ বেশি ৷
এই পরিস্থিতি আড়কামা অঞ্চলের 13 কিলোমিটার দীর্ঘ রাস্তা দ্রুত সারানোর দাবিতে বিক্ষোভ-অবরোধে নামলেন গ্রামবাসীরা ৷ বিশেষত, মুড়াগ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ৷ তাঁদের একটাই দাবি বিডিও ঘটনাস্থলে গিয়ে তাঁদের লিখিত প্রতিশ্রুতি দেবেন ৷ যে দ্রুত রাস্তা একেবারে নতুন করে তৈরি করা হবে ৷ এখানে তাঁদের আরও একটি দাবি, ভাঙা ও গর্ত বুজিয়ে মেরামতি করলে চলবে না ৷ এতে পরবর্তী সময়ে ফের একই দশা হতে পারে ৷ তাই এবার রাস্তার পুরোপুরি নতুন করে তৈরির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷