বাঁকুড়া, 28 নভেম্বর: ডি.এল.এডের মূল পর্বের পরীক্ষা শুরুর দিন ছিল সোমবার । পরীক্ষা শুরুর ঠিক আগেই হঠাৎই বৈদ্যুতিন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে ৷ আসল পরীক্ষার প্রশ্নপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র একই বলে দাবি করেন ছাত্র-ছাত্রীদের একাংশ । বিষয়টি যদিও মানতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাঁদের দাবি, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল নেই আসল প্রশ্নপত্রের ৷ তবে এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগ পেলেই কমিটি গড়ে তদন্তেরও আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ৷
এদিকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই ডিএলএড পরীক্ষা বাতিলের দাবিতে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার(Union Minister Subhas Sarkar Speaks about Cancellation of D EL ED Exam)। তিনি জানান, শিক্ষা ক্ষেত্রে এতো দুর্নীতি তবুও রাজ্য শিক্ষা দফতরের এখনও কোনও বোধোদয় হয়নি ৷ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে রাজ্যের শিক্ষা দফতরের কাছে অবশ্যই রিপোর্ট চাওয়া হবে । রাজ্যের শিক্ষা দফতর পুরো দুর্নীতিতে ভরে গিয়েছে ৷ অবিলম্বে পরীক্ষা বাতিল করা হোক ৷