পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আকাঙ্ক্ষা শর্মা খুনে ৪ বছর পর দোষীসাব্যস্ত উদয়ন, আজ সাজা ঘোষণা - বাঁকুড়া

2016 সালে ভোপালের সাকেত নগরে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন । খুনের পর মৃতদেহ পুঁতে দেয় সে ।

udayn accused in akankha murder case
আকাঙ্কা শর্মা খুনে দোষী সাব্যস্ত উদয়ন

By

Published : Aug 25, 2020, 10:56 PM IST

Updated : Aug 26, 2020, 7:14 AM IST

বাঁকুড়া, 26 অগাস্ট : আকাঙ্ক্ষা শর্মা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উদয়নকে দোষীসাব্যস্ত করল বাঁকুড়া আদালত । আজ (বুধবার) হবে সাজা ঘোষণা ।

উদয়নের সঙ্গে আকাঙ্ক্ষা

বছর চারেক আগের কথা । বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মাকে খুন করে পুঁতে দেওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য । 2016 সালে সেই খুনের ঘটনায় অভিযুক্ত উদয়ন দাসকে মঙ্গলবার দোষীসাব্যস্ত করল বাঁকুড়া আদালত । আজ তার সাজা ঘোষণা । বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণি এলাকায় বসবাস করতেন আকাঙ্ক্ষা শর্মা । তাঁর বাবা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক । সোশাল মিডিয়ায় আকাঙ্ক্ষার সঙ্গে উদয়নের যোগাযোগ হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু'জনের মধ্যে । 2016 সালে ভোপালের সাকেত নগরে নিয়ে গিয়ে তাঁকে বিয়ে করে উদয়ন । ওই বছরই জুলাই মাসে তাঁকে খুন করে বাড়িতেই পুঁতে দেয় উদয়ন ।

এখানেই আকাঙ্ক্ষার দেহ পুঁতে রেখেছিল উদয়ন

2017 সালের 2 ফেব্রুয়ারি উদয়নকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্ত উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । উদয়ন পুলিশকে জানায়, আকাঙ্ক্ষার আগে সে তার নিজের বাবা-মাকে খুন করেছে । শুধু খুন নয়, বাবা-মায়ের মৃতদেহ কলকাতার মানিকতলার বসতবাড়িতে পুঁতে রেখেছে । মামলার তদন্ত শেষ হয় । পুলিশ চার্জশিট পেশ করে আদালতে । মঙ্গলবার আদালত তাকে দোষীসাব্যস্ত করে । আজ সাজা ঘোষণা করবে বাঁকুড়া আদালত । বর্তমানে উদয়ন বাঁকুড়ার সংশোধনাগারে রয়েছে ।

Last Updated : Aug 26, 2020, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details