বিষ্ণুপুর, 23 জানুয়ারি : বেশিরভাগ মধ্যবিত্তেরই প্রতিদিন একই রুটিন । বাড়ি থেকে কাজ । আর কাজ থেকে বাড়ি । নিজের এই একঘেয়েমি জীবন থেকে একটু ব্রেক নেবেন ভাবছেন ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ালেন অফিসের বস । পরিবারের সঙ্গে যে সময় কাটাবেন তার জন্য ছুটি দিচ্ছেন না তিনি । তাও বা যা ছুটি পেলেন এবার খাড়া হয়ে দাঁড়ালো সন্তানের স্কুল । তাই এসবের মাঝে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোই হয় না ।
আপনার এই সব সমস্যার সমাধান করতে পারে গাংদুয়া । বাঁকুড়া শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়া । গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত এই ভ্রমণকেন্দ্রে শালী নদীর একটি জলাধার রয়েছে । এই জলাধারে ব্যবস্থা করা হয়েছে বোটিংয়ের । খরচ মাত্র 30 টাকা । বাচ্চাদের খেলার জন্য রয়েছে ইকোপার্কও । বনভোজনের জন্যও রয়েছে উপযুক্ত ব্যবস্থা । আর এই সবকিছুর জন্য খরচ 1000 থেকে 2000 টাকা ।