পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৈনন্দিন জীবন থেকে ব্রেক চাই ? ঘুরে আসতে পারেন গাংদুয়া - ভ্রমণ

কাজ থেকে বাড়ি । আর বাড়ি থেকে কাজ । প্রতিদিনের এই একঘেঁয়েমি জীবন থেকে ছুটি নিতে ঘুরে আসতে পারেন গাংদুয়া ।

Bankura Tour
গাংদুয়া

By

Published : Jan 23, 2020, 9:46 PM IST

Updated : Jan 24, 2020, 4:26 PM IST

বিষ্ণুপুর, 23 জানুয়ারি : বেশিরভাগ মধ্যবিত্তেরই প্রতিদিন একই রুটিন । বাড়ি থেকে কাজ । আর কাজ থেকে বাড়ি । নিজের এই একঘেয়েমি জীবন থেকে একটু ব্রেক নেবেন ভাবছেন ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ালেন অফিসের বস । পরিবারের সঙ্গে যে সময় কাটাবেন তার জন্য ছুটি দিচ্ছেন না তিনি । তাও বা যা ছুটি পেলেন এবার খাড়া হয়ে দাঁড়ালো সন্তানের স্কুল । তাই এসবের মাঝে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোই হয় না ।

আপনার এই সব সমস্যার সমাধান করতে পারে গাংদুয়া । বাঁকুড়া শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই গাংদুয়া । গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত এই ভ্রমণকেন্দ্রে শালী নদীর একটি জলাধার রয়েছে । এই জলাধারে ব্যবস্থা করা হয়েছে বোটিংয়ের । খরচ মাত্র 30 টাকা । বাচ্চাদের খেলার জন্য রয়েছে ইকোপার্কও । বনভোজনের জন্যও রয়েছে উপযুক্ত ব্যবস্থা । আর এই সবকিছুর জন্য খরচ 1000 থেকে 2000 টাকা ।

নিরিবিলিতে সময় কাটাতে ঘুরে আসতে পারেন গাংদুয়া

হাতে একদিন থাকলেই অনায়াসে ঘুরে আসা যায় গাংদুয়া । রাত্রি যাপন করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে । পঞ্চায়েত সমিতির তরফে করা হয়েছে অতিথি নিবাস । ছোট থেকে বড় সকলেই খুশি গাংদুয়ার মনোরম পরিবেশে ।

এখন আর বসের কাছে ছুটির জন্য কাকুতি মিনতিও করতে হবে না । আর সন্তানের পড়াশোনার কথাও ভাবতে হবে না । অনায়াসে নিজের দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে একটা বা দুটো দিনের জন্য ঘুরে আসতে পারেন গাংদুয়া থেকে ।

Last Updated : Jan 24, 2020, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details