পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Spider-man : দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে স্পাইডার ম্যান! ভাইরাল ভিডিয়ো - দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনাল

জানা গিয়েছে, যে যুবক স্পাইডার ম্য়ান সেজে দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে সরকারি বাসের ছাদে উঠেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি আ্যকাউন্ট রয়েছে। সেখানেই তিনি এই ধরনের ভিডিয়ো বানিয়ে তা আপলোড করেন জনপ্রিয়তা পেতে।

Durgapur Spider-man
দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে স্পাইডার ম্যান! ভাইরাল ভিডিও

By

Published : Oct 24, 2021, 5:40 PM IST

Updated : Oct 24, 2021, 7:25 PM IST

দুর্গাপুর, ২৪ অক্টোবর : দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে সরকারি বাসের ছাদে হঠাৎ আগমন স্পাইডার ম্যানের ! কখনও এক বাসের ছাদ থেকে অন্য বাসের ছাদে ঝাঁপ দিচ্ছে সে , কখনও আবার নাচছে ৷ এমনই এক ভিডিয়ো রবিবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, যে যুবক স্পাইডার ম্য়ান সেজে দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে সরকারি বাসের ছাদে উঠেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি আ্যকাউন্ট রয়েছে। সেখানেই তিনি এই ধরনের ভিডিয়ো বানিয়ে তা আপলোড করেন জনপ্রিয়তা পেতে।

দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে স্পাইডার ম্যান! ভাইরাল ভিডিও

আরও পড়ুন : Viral Infection : বর্ধমান মেডিক্যালে এক মাসে মৃত্যু 9 শিশুর, ভর্তি 1200 ; কোভিড নয় বলে দাবি চিকিৎসকদের

কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে কি সরকারি বাস টার্মিনাসে বাসের ছাদে উঠে লাফানো যায়? উঠছে প্রশ্ন ৷ এসবিএসটিসি-এর চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেছেন, "এরকম ভাবে বাসের ছাদে উঠে কোনও কিছু করতে হলে প্রশাসনের আগাম অনুমতি লাগে। তা এই যুবকের ছিল না বলে মনে হয়। আমি বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। ভবিষ্যতে এই বিষয়গুলি নজরে রাখতে হবে ৷"

Last Updated : Oct 24, 2021, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details