পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonamukhi MLA on Abhishek: আবাস যোজনা নিয়ে অভিষেকের মিথ্যাচার! আইনি নোটিশের হুমকি দিবাকর ঘরামির - সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি

Sonamukhi MLA Dibakar Gharami on Awas Yojana Issue: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ৷ অভিযোগ করলেন, তাঁর স্ত্রীর নামে আবাস যোজনার বাড়ি রয়েছে এ কথা মিথ্যে ৷ তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর স্ত্রীর নাম নিয়ে বিধায়ককে অপমান করছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:31 PM IST

অভিষেককে আইনি নোটিশের হুঁশিয়ারি দিবাকর ঘরামির

বাঁকুড়া, 10 অক্টোবর: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির ৷ বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় থাকার অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ যা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তাঁকে এবং তাঁর স্ত্রীকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন ৷

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই দুর্নীতি প্রসঙ্গে আবাস যোজনায় নাম থাকার অভিযোগে সোনমুখীর বিধায়ককে নিশানা করেন অভিষেক ৷ সেই অভিযোগের পালটা এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠানোর কথা বললেন দিবাকর ঘরামি ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও যখন বাঁকুড়ায় এসেছেন, তখন আমার স্ত্রীর নাম করে মিথ্যে অভিযোগ তুলেছেন ৷ এবার আমি তাঁকে আইনি নোটিশ পাঠাব ৷’’

তাঁর বক্তব্য, ‘‘সোনামুখীর কুরুমপুর গ্রামে আমার একটি দু’কামরার একতলা ও একটি এজবেস্টারের বাড়ি রয়েছে ৷ একতলা বাড়িটিতে দাদা থাকেন ৷ আর আমি এজবেস্টারের বাড়িতে থাকি ৷ আবাস যোজনার তালিকায় আমার স্ত্রী প্রতিমা ঘরামির নাম ছিল ৷ কিন্তু, সেটা জানার পর আমার স্ত্রী সরাসরি জেলাশাসককে ইমেল করে আবাস যোজনার বাড়ি নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ৷’’ কিন্তু, তার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই বাঁকুড়ায় এসেছেন, তখনই তাঁর বাড়ির প্রসঙ্গ টেনে মিথ্যে অভিযোগ করে গিয়েছেন ৷

আরও পড়ুন:তৃণমূলে সবাই চোর নয় প্রমাণে ‘সৎ’ নেতাদের সামনে আনলেন অভিষেক

দিবাকর ঘরামির বক্তব্য অনুযায়ী, 2021 বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়ার আগে স্ত্রীর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য লিখিয়ে ছিলেন তিনি ৷ সেই সময় তাঁর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ৷ কিন্তু, তিনি বিধায়ক হওয়ার পর আবাস যোজনার তালিকা প্রকাশ পায় ৷ আর আগের আবেদন অনুযায়ী, বিধায়কের স্ত্রী প্রতিমা ঘরামির নাম তালিকায় ছিল ৷ কিন্তু, বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিমা ঘরামি ইমেল করেন জেলাশাসককে ৷ সেখানে বিধায়কের স্ত্রী হিসেবে ওই বাড়ি তিনি নিতে পারবেন না বলে উল্লেখ করেছিলেন ৷

কিন্তু, সোনামুখীর বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় রয়েছে এই অভিযোগ তুলেছেন অভিষেক ৷ যা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন বিধায়ক ৷ আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক ৷ যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সোনামুখীর বিধায়ক মুখ বাঁচাতে আইনি নোটিশের হুমকি দিচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details