বাঁকুড়া, 10 অক্টোবর: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির ৷ বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় থাকার অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ যা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তাঁকে এবং তাঁর স্ত্রীকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন ৷
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই দুর্নীতি প্রসঙ্গে আবাস যোজনায় নাম থাকার অভিযোগে সোনমুখীর বিধায়ককে নিশানা করেন অভিষেক ৷ সেই অভিযোগের পালটা এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠানোর কথা বললেন দিবাকর ঘরামি ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও যখন বাঁকুড়ায় এসেছেন, তখন আমার স্ত্রীর নাম করে মিথ্যে অভিযোগ তুলেছেন ৷ এবার আমি তাঁকে আইনি নোটিশ পাঠাব ৷’’
তাঁর বক্তব্য, ‘‘সোনামুখীর কুরুমপুর গ্রামে আমার একটি দু’কামরার একতলা ও একটি এজবেস্টারের বাড়ি রয়েছে ৷ একতলা বাড়িটিতে দাদা থাকেন ৷ আর আমি এজবেস্টারের বাড়িতে থাকি ৷ আবাস যোজনার তালিকায় আমার স্ত্রী প্রতিমা ঘরামির নাম ছিল ৷ কিন্তু, সেটা জানার পর আমার স্ত্রী সরাসরি জেলাশাসককে ইমেল করে আবাস যোজনার বাড়ি নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন ৷’’ কিন্তু, তার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই বাঁকুড়ায় এসেছেন, তখনই তাঁর বাড়ির প্রসঙ্গ টেনে মিথ্যে অভিযোগ করে গিয়েছেন ৷