পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় সর্বজনীনে - বিজেপিট

বাঁকুড়া জেলার প্রাচীনতম সর্বজনীন দুর্গাপূজা বলে পরিচিত বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণের বঙ্গ বিদ্যালয় সর্বজনীন দুর্গাপুজো। 1929 সালে তৎকালীন স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদ সিংহ তাঁর সঙ্গীদের সঙ্গে নিয়ে শুরু করেছিলেন এই পুজো ।

pm_will_inaugurate_puja_pandal_in_bankura_virtually
রাজ্যের দশটি দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মোদি

By

Published : Oct 21, 2020, 9:02 PM IST

বাঁকুড়া, 21 অক্টোবর : আগামীকাল রাজ্যের 10টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার মধ্যে রয়েছে বাঁকুড়ার একটি মণ্ডপ ৷

বাঁকুড়া জেলার প্রাচীনতম সর্বজনীন দুর্গাপূজা বলে পরিচিত বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণের বঙ্গ বিদ্যালয় সর্বজনীন দুর্গাপুজো। 1929 সালে তৎকালীন স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদ সিংহ তাঁর সঙ্গীদের সঙ্গে নিয়ে শুরু করেছিলেন এই পুজো । আড়ম্বরে আয়োজিত না হলেও শহরের প্রথম সর্বজনীন দুর্গাপুজো বলে পরিচিত এই পুজো।

আগামীকাল মোট দশটি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বার্তাও দেবেন দিল্লি থেকে ৷

তার আগে বাঁকুড়ায় পুজো মণ্ডপের প্রস্তুতি তুঙ্গে ৷ বঙ্গ বিদ্যালয় সর্বজনীন পুজো কমিটির কোষাধ্যক্ষ শ্যামসুন্দর দাস মণ্ডলের বক্তব্য, যেহেতু এই পুজাটি বাঁকুড়ার সর্বপ্রথম সর্বজনীন দুর্গাপুজো এবং বিপ্লবীরা শুরু করেছিলেন তাই এই পূজাটিকে উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details