পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Couple Body Recover : বাঁকুড়ায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - hanging dead body recover in bankura

যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় ৷ মৃতরা হলেন নাম কৃশানু প্রামাণিক ও দিয়া লাই ৷ দু’জনের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে (Couple Body Recover) ৷

Couple Body Recover
যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Jun 17, 2022, 8:04 PM IST

বাঁকুড়া, 17 জুন : ফের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় ৷ মৃত কৃশানু প্রামাণিক ও দিয়া লাই-এর বয়স 20-25 এর মধ্যে ৷ শুক্রবার বাঁকুড়া সদর থানার বেলবনি সংলগ্ন উপর বাঁধ এলাকার ঘটনা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, বেলবনি গ্রামের কৃষ্ণ প্রামাণিকের সঙ্গে লাদকা গ্রামের প্রিয়া লাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ৷ শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে দেখেন গাছ থেকে মৃতদেহদুটি ঝুলছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্পর্কের টানা পোড়েনের জেরেই হয়ত আত্মহত্যা করেছেন এই দুই যুবক-যুবতী ৷ পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ সেইসঙ্গে অস্বাভাবিক মত্যুর মামলা দায়ের করেছে ৷

আরও পড়ুন : কলকাতায় উদ্ধার রাজস্থানি যুগলের ঝুলন্ত দেহ, প্রেমঘটিত কারণে মৃত্যু ?

ABOUT THE AUTHOR

...view details