বাঁকুড়া, 17 জুন : ফের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় ৷ মৃত কৃশানু প্রামাণিক ও দিয়া লাই-এর বয়স 20-25 এর মধ্যে ৷ শুক্রবার বাঁকুড়া সদর থানার বেলবনি সংলগ্ন উপর বাঁধ এলাকার ঘটনা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, বেলবনি গ্রামের কৃষ্ণ প্রামাণিকের সঙ্গে লাদকা গ্রামের প্রিয়া লাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ৷ শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে দেখেন গাছ থেকে মৃতদেহদুটি ঝুলছে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷