পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baluchari saree : লুপ্তপ্রায় হস্তশিল্পকে বাঁচাতে বালুচরী শাড়িতে 'কারুকলা' শিল্পী অমিতাভর - বাঁকুড়ার হস্তশিল্প

ধুঁকতে থাকা বাঁকুড়ার ছ‘টি হস্তশিল্পের কারুকার্যে বালুচরী শাড়ি বুনছেন শিল্পী অমিতাভ পাল ৷

Baluchari saree
Baluchari saree

By

Published : Sep 11, 2021, 9:21 PM IST

বিষ্ণুপুর, 11 সেপ্টেম্বর : রংবাহারি মখমলি শাড়ির আঁচলে নিপুণ কাজ ৷ রাজা, মহারাজা, রামায়ণ বা মহাভারতের গল্প সাহেব-সুবো, ঐরাবত, ঘোড়া, কৃষ্ণ-রাধার চিত্র আঁকা ৷ কোথাও আবার আদিবাসীদের নৃত্য ৷ বাংলার তাঁতশিল্পের জাদুকরি সৃষ্টি হল বালুচরী ৷ আভিজাত্যের আরও এক নাম ৷ যেখানে নারীদেহপটে লুটোপুটি খায় শত শত বছরের কাহিনী ৷ সেই বালুচরীই এবার অন্য রূপে ৷ ভিন্ন নামে ৷ যেখানে শিল্পীর হাতে ফুটে উঠেছে মানবিকতা ৷ নিজভূমের হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ৷

বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লগড়ের নামকরা বালুচরী শিল্পী অমিতাভ পাল ৷ গত দেড় দশক ধরে বালুচরীতে অভিনবত্ব এনেছেন তিনি ৷ পুজোর আগে এবারও বালুচরী শাড়িকে একটু অন্যভাবে সাজিয়ে তুলছেন অমিতাভবাবু ৷ এই করোনা পরিস্থিতিতে ধুঁকছে বাঁকুড়ার হস্তশিল্পগুলি ৷ পর্যটকের আনাগোনা না থাকায় লন্ঠন, গামছা, শঙ্খশিল্পীরা অথৈ জলে পড়েছেন ৷ বিলুপ্তির পথে এগোনো এইসব হস্তশিল্পকে বালুচরী শাড়িতে স্থান দিয়েছেন শিল্পী অমিতাভ পাল ৷ ডোকরা, হ্যান্ডলুম গামছা, লন্ঠন, টেরাকোটা, শঙ্খ এবং হাতে গড়া বিষ্ণুপুরের মল্লরাজাদের দশাবতার তাসকে ফুটিয়ে তুলেছেন । এই হস্তশিল্পগুলি সুতোর বুনোটে বালুচরীতে স্থান দিয়ে নামকরণ করেছেন 'কারুকলা' ।

আরও পড়ুন : আলোর ব্যবসা অন্ধকারে, আত্মহত্যা করছেন বিষ্ণুপুরের লন্ঠন শিল্পীরা

এমনিতে কোনও কোনও বালুচরী শাড়ি তৈরি করতে সময় লাগে এক মাস ৷ কোনওটি আবার পনেরো দিন । এক একটা শাড়ির দাম 6 হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা ৷ বাঁকুড়ার ছ‘রকমের হস্তশিল্প দিয়ে তৈরি এই বালুচরীর শাড়ির দাম 18 হাজার ৷ ইতিমধ্যেই এমন 17টি শাড়ির বরাত পেয়েছেন অমিতাভ পাল ৷ জোরকদমে তাঁর তাঁতশালায় চলছে কাজ ৷ মল্লগড়ের বালুচরী শাড়ি বিদেশেও পাড়ি দিয়েছে ৷ তাই শাড়ির মাধ্যমে জেলার ধুঁকতে থাকা হস্তশিল্পগুলিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাইছেন শিল্পী ৷

আরও পড়ুন : আভিজাত্যে মোড়া মল্লগড়ের বালুচরীর কদর আজও শিখরে

ABOUT THE AUTHOR

...view details