বাঁকুড়া, 24 সেপ্টেম্বর: পুজোর আগেই খুশির খবর বাঁকুড়া জেলায় । রাষ্ট্রপতি পুরস্কার পেল ছাতনা ব্লকের কৃষিভিত্তিক সামাজিক সংগঠন দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন আশ্রমের সম্পাদক স্বামী মাধবানন্দ সরস্বতী ।
2022 সালের জুন মাসে বাংলার সুগন্ধি ধান প্রকল্পের মুখ্য বিজ্ঞানী অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষের পরামর্শে ও সহায়তায় শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম উদ্ভিদ প্রজাতি সুরক্ষা গোষ্ঠী পুরস্কারের জন্য আবেদন করেন । 2023 সালে দিল্লির পুসাতে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার কনভোকেশন সেন্টারে উদ্ভিদ প্রজাতির সুরক্ষা গোষ্ঠী পুরস্কার দেওয়া হয় ৷ যেটি গ্রহণ করে দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম । দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম গত 8 থেকে 9 বছর ধরে নিজস্ব উদ্যোগে এবং বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বাংলার সুগন্ধি ধান প্রকল্পের প্রযুক্তির সহায়তায় প্রায় 60টি দেশি ধানের জাত, 42টি ঔষধি গাছ, 40টি দেশি সবজি, বিভিন্ন প্রকারের মিলেট ও গোখাদ্য ফসল সংরক্ষণ এবং গো পালন ও গোবর গ্যাস তৈরি করেছে । আশ্রম প্রাঙ্গণের আট থেকে দশ বিঘা সংলগ্ন 42 থেকে 45 বিঘা জায়গার মধ্যেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চলছে বিভিন্ন চাষাবাদ। রয়েছে ঢেঁকিতে ধান ভাঙ্গার ব্যবস্থাও ।