পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগদানের 24 ঘণ্টার মধ্যে ভোলবদল পঞ্চায়েত সদস্যর - panchayet member

তৃণমূলের পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন BJP-তে । ফলে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে BJP সংখ্যা গরিষ্ঠতা পায় । কিন্তু 24 ঘণ্টার মধ্যেই ফের BJP ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ওই পঞ্চায়েত সদস্য । ফলে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে BJP এবং তৃণমূলের আসন সংখ্যা এখন 5-5 ।

BJP ছেড়ে ফের তৃণমূলে পঞ্চায়েত সদস্য

By

Published : Jul 3, 2019, 10:59 PM IST

আলিপুরদুয়ার, 3 জুলাই : BJP-তে যোগদান করেছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য । কিন্তু 24 ঘণ্টা কাটতে না কাটতেই BJP ছেড়ে দেন। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ঘটনা ।

28 জুন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মসিনা ঈশ্বরারী । তাঁর BJP-তে যোগদানের ফলে 10 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েত BJP সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যায় । যার ফলে কার্যত হাতছাড়া হয়ে যায় গ্রাম পঞ্চায়েতটি । কিন্তু 24 ঘণ্টার মধ্যেই মসিনা আবার তৃণমূলে ফিরতে চান বলে দলীয় নেতৃত্বকে জানান ।

গতকাল দলের জেলা কার্যালয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে ও দলের জেলা সহ সভাপতি মৃদুল গোস্বামী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন । তারপর ফের তৃণমূলে যোগ দেন মসিনা ।

মৃদুলবাবু বলেন, "এখানে BJP ভয় দেখিয়ে , চাপ সৃষ্টি করে কিছু কিছু পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে তাঁদের তুলে নিয়ে যায় । হাতে দলীয় পতাকা তুলে দেয় আর বলে বল "জয় শ্রীরাম ।" মসিনা ফিরে আসায় চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে BJP এবং তৃণমূলের আসন সংখ্যা এখন 5-5 ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details