আলিপুরদুয়ার, 4 জুন : কোরোনা ভাইরাস বিদায় না নিলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সংক্রমণ রুখতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আলিপুরদুয়ারের টোটো চালকরা বের করেছে এক অভিনব পদ্ধতি। প্লাস্টিক দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে টোটোর সিট।
কম খরচে গন্তব্যে পৌঁছাতে এখন অন্যতম ভরসা ই- রিকশা বা টোটো। কোরোনা আবহে ই-রিকশাগুলো সরকারি নিয়মাবলী মেনেই চলাচল শুরু করেছে । তবে যাত্রী সুবিধা ও চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি ই-রিকশাতেই চালকের বসার সিটের পিছনে টানিয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকের পর্দা । এতে একদিকে যেমন চালক ও যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় থাকবে, অন্যদিকে যাত্রীদের একে অপরের সংস্পর্শে আসার সম্ভবনাও অনেকটা কমে যাবে।
এই বিষয়ে হাসিমারা এলাকার টোটো চালকরা জানান, "সরকারি নিয়ম মেনেই একজন অথবা দু'জন যাত্রী নিয়ে আমরা টোটো চলাচ্ছি। প্লাস্টিকের পর্দা লাগানোর প্রধান কারণ সামাজিক দূরত্ব বজায় রাখা । এছাড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে এই পর্দা লাগাতে। কখন কোন যাত্রী উঠছে, তা তো জানা নেই। এই পর্দা যাত্রীদের থেকে দূরত্ব বজায় রাখতে সাহায্য করছে ।
এছাড়া টোটোতে স্যানিটাইজার রাখা হয়েছে, যাত্রী ওঠানামা করার পর আমরা বারবার স্যানিটাইজ করছি ।"
এই বিষয়ে হাসিমারা ট্রাফিক OC বিজয় দে জানান, " যাত্রী ও চালকদের মধ্যে দূরত্ব যাতে বজায় থাকে, তার জন্য সমস্ত টোটো চালকদের আমরা জানিয়েছি প্লাস্টিকের পর্দা লাগাতে। এছাড়া সবাইকে মাস্ক ব্যবহার করতে এবং টোটোতে স্যানিটাইজার রাখার জন্য বলা হয়েছে । হাসিমারা এলাকার সমস্ত টোটো চালকেরা সরকারি নিয়ম মেনেই টোটো চালাচ্ছে।"