আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, 31 মার্চ: বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজে থাকুক নিউ আলিপুরদুয়ারে স্টেশন ৷ রেলের খসড়া স্টপেজে নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই ৷ এ নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে আলিপুরদুয়ারবাসীর মধ্যে ৷ সামাজিক মাধ্যমে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার সমালোচনা করেন তাঁরা ৷ এরপরই তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি লেখেন ৷ প্রসঙ্গত, সাংসদ কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷
এরপরে বিজেপি সাংসদ জন বারলা বন্দেভারতের স্টপেজের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করেছেন ৷ অন্যদিকে এনজেপি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেসের আলিপুরদুয়ারে স্টপেজের দাবিতে আলিপুরদুয়ারের ডিআরএমের দ্বারস্থ হয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ ভাইরাল হওয়া রেলের নোটিফিকেশন অনুযায়ী সকাল 6.15 মিনিটে এনজেপি থেকে বন্দেভারত এক্সপ্রেস ছাড়বে ৷ 7.53 মিনিটে তা কোচবিহারে থামবে ৷ তবে এর মাঝে নিউ আলিপুরদুয়ারে স্টপেজ নেই ৷
বন্দেভারতের স্টপেজ না-পেয়ে আলিপুরদুয়ারের সমাজকর্মী রাতুল বিশ্বাস জন বারলার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হন ৷ আলিপুরদুয়ারে বন্দে ভারতের স্টপেজ নেই ৷ তাই মন্ত্রীকে 'কুম্ভকর্ণ' বলে উল্লেখ করে মন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি ৷ এরপরই জন বারলা নিউ আলিপুরদুয়ার স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ এরপরেই রাতুল বিশ্বাস মন্ত্রীকে কটাক্ষ করে জানান, "কেন্দ্রীয় মন্ত্রীর ঘুম ভেঙেছে ৷ তিনি সামাজিক মিডিয়ায় লেখেন আলিপুরদুয়ারের সাংসদ তাঁর কাজের মধ্যে দিয়ে আমাদের গর্ব হয়ে উঠুন ৷"
জন বারলা জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেসের আলিপুরদুয়ারে স্টপেজের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে প্রশ্ন এসেছে, কেন নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারতের স্টপেজ নেই ৷ তিনি বলেন, "আমি বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছি ৷" এদিকে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিংয়ের সঙ্গে দেখা করে বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজের দাবি জানান ৷ সুমন কাঞ্জিলাল বলেন, "নিউ আলিপুরদুয়ার একটা গুরুত্বপূর্ণ স্টেশন ৷ এখানে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ হলে জেলাবাসীর সুবিধা হবে ৷"
আরও পড়ুন:এনজেপি-গুয়াহাটি রুটে 130 কিমি প্রতি ঘণ্টায় বন্দে ভারত চালানোর প্রস্তাব রেল বোর্ডকে