পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দফায় দফায় বিদ্যুৎ বিল দেওয়ার আবেদন চা বাগান মালিকদের - tea garden

আর্থিক সংকটের মুখে গোটা চা বলয় । এই অবস্থায় রাজ্য সরকারের কাছে ডুয়ার্সের চা বলয়কে প্ল্যান্ট প্রোটেকশনের আওতায় আনার দাবি জানানো হয়েছে ।

corona_divisional_commissioner_meeting
corona_divisional_commissioner_meeting

By

Published : Apr 3, 2020, 9:34 PM IST

আলিপুরদুয়ার, 3 এপ্রিল: লকডাউনের জেরে ডুয়ার্সের চা বলয়ে উৎপাদন বন্ধ । আর্থিক সংকটের মুখে গোটা চা বলয় । এই অবস্থায় রাজ্য সরকারের কাছে ডুয়ার্সের চা বলয়কে প্ল্যান্ট প্রোটেকশনের আওতায় আনার দাবি জানানো হয়েছে । পাশাপাশি দফায় দফায় বিদ্যুৎ বিল দেওয়া এবং বিল দিতে দেরি হলে জরিমানা মকুবের আবেদনও করা হয়েছে । এই নিয়ে আজ চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন । বৈঠকে ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ অন্য আধিকারিকরা ।

চা বাগানের বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন করা না হয় তারও আবেদন করা হয়েছে । বৈঠক শেষে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন জানান, "চা বাগান মালিকরা বিদ্যুতের বিল দেরি করে এবং দফায় দফায় দেওয়ার আবেদন জানিয়েছে । পাশাপাশি বিদ্যুৎ বিল জমা দেওয়ার ক্ষেত্রে দেরি হলে জরিমানা মকুব করার দাবিও করেছেন । তাদের এই দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরব । তা ছাড়া রাজ্য সরকারের নির্দেশে আমি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার চা বলয় নিয়ে মিটিং করেছি । চা বাগান শ্রমিকরা কী অবস্থায় রয়েছে, তাদের খাওয়া-দাওয়া ঠিক চলছে কি না তার খোঁজ নিয়েছি ।"

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের সচিব রাম অবতার শর্মা বলেন, "চা বলয়ে উৎপাদন বন্ধ । চরম আর্থিক সংকটের মুখে গোটা চা বলয়। তাই চা বলয়কে প্ল্যান্ট প্রোটেকশনের আওতায় আনার দাবি জানিয়েছি ।" তিনি আরও বলেন, "চা বাগানে যে বিদ্যুৎ ব্যবহার হয়েছে তার বিল আমরা দেব । সেই বিদ্যুতের বিল দফায় দফায় নেওয়ার আবেদন জানিয়েছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details