পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘণ্টাখানেক পথ আটকে দাঁড়িয়ে রইল জখম হাতি - জখম হাতি

কী ভাবে হাতিটি জখম হল তা নিয়ে বনদপ্তর কোনও প্রতিক্রিয়া দেয়নি । অভিযোগ, হাতিটির চিকিৎসা করার কোনও উদ্যেগ দেখা যায়নি বন দপ্তরের তরফে।

elephant
হাতি

By

Published : Nov 5, 2020, 12:50 PM IST

আলিপুরদুয়ার, 4 নভেম্বর : জখম এক হাতিকে কেন্দ্র করে ভরদুপুরে চাঞ্চল্য আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের হাতিপোতা আলিপুরদুয়ার রাজ্য সড়কে। প্রায় ঘণ্টা খানেক পথ আটকে দাঁড়িয়ে রইল জখম হাতিটি। হাতিটি কী করে জখম হয়েছে তা নিয়ে বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

তবে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, দাঁতালের সঙ্গে লড়াইয়ে মাকনা হাতিটি জখম হয়েছে। হাতিটিকে পর্যবেক্ষণ করে দেখা গেছে মাকনা হাতির পেছনের পায়ে গুরুতর জখম রয়েছে। এবং হাতিটির পিঠেও দাঁতাল হাতির আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে।হাতিটি খুঁড়িয়ে, খুঁড়িয়ে রাস্তায় কোনও রকমে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, জখম হাতিটির চিকিৎসা করার কোন উদ্যেগ দেখা যায়নি বনদপ্তরের তরফে।

এদিকে ভরদুপুরে জখম হাতিকে দেখতে রাস্তায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বক্সায় ঘুরতে আসা পর্যটকেরা। এদিন দুপুর প্রায় একটা নাগাদ বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আলিপুরদুয়ার -হাতিপোতা রাজ্য সড়কে চলে আসে জখম হাতিটি। দিনের বেলা রাস্তায় হাতি দেখতে পেয়ে খুশি পর্যটকরা।

ABOUT THE AUTHOR

...view details