পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ সুপার আমাদের চা, জলপান করালে তাঁর সুন্দরবনে ট্রান্সফার হতে পারে : বিধায়ক - পুলিশ সুপার

আলিপুরদুয়ারে BJP-র সাংসদ ও বিধায়ক, জেলা সভাপতি সহ অন্যান্য নেতা ও কর্মীরা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে ডেপুটেশন দিতে যান ৷ পুলিশ সুপার অফিসের দিকে মিছিলটি যেতেই বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় । পরে আলিপুরদুয়ারের BJP-র সাংসদ ও বিধায়ক ও অন্যান্যরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিতে চান ৷ কিন্তু পুলিশ সুপার তাঁদের সঙ্গে দেখা করেননি ৷

sp transferred
BJP-র মিছিল

By

Published : Jul 19, 2020, 3:58 AM IST

আলিপুরদুয়ার, 19 জুলাই : চাকরি খোয়ানো অথবা দূরে ট্রান্সফারের ভয়ে BJP সাংসদ-বিধায়কদের সঙ্গে দেখা করলেন না পুলিশ সুপার ৷ এই অভিযোগ তুললেন আলিপুরদুয়ারে BJP-র সাংসদ ও বিধায়ক। স্মারকলিপি দিতে এসে পুলিশ সুপারকে না পেয়ে পুলিশকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন BJP সাংসদ , বিধায়ক এবং জেলা সভাপতিসহ অন্যান্য নেতারা । SP-র অনুপস্থিতিতে জেলার অন্য পুলিশ আধিকারিকদের উদ্দেশে BJP নেতারা বলেন, আমাদের সঙ্গে দেখা করলে কি তাঁর চাকরি যাবে ? নাকি তাঁকে দিদি ট্রান্সফার করে দেবেন ? এই ভয়ে আমাদের সঙ্গে দেখা করলেন না ? অতিরিক্ত পুলিশ সুপার গণপত রাও এবং মহকুমা পুলিশ আধিকারিক কুতুবউদ্দিন খানকে উদ্দেশ্য করে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, চলুন আপনাদের অফিসে গিয়ে চা, জল খাই। সাংসদ জন বারলা বলেন, জলপাইগুড়িতে IC BJP কর্মীদের মাংস ভাত খাইয়ে ট্রান্সফার হয়েছেন ৷ এখানে SP আমাদের জল খাওয়ালে তাঁর ট্রান্সফার হয়ে যাবে । তাই তিনি পালিয়ে গেছেন ।

হেমতাবাদের BJP বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে BJP-র তিনদিনের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচির গতকাল ছিল শেষ দিন । শেষদিনে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে ডেপুটেশন দিতে যায় BJP। সেই কর্মসূচিকে সামনে রেখে জেলার সমস্ত ব্লক থেকে তাদের দলীয় কর্মীদের নিয়ে এসে পুলিশ সুপারের অফিস ঘেরাও করেন BJP-র নেতা-কর্মীরা। দুপুর দুটো নাগাদ BJP-র মিছিলটি তাদের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মহাকালধাম পর্যন্ত গিয়ে কলেজহল্ট পুলিশ সুপার অফিসের দিকে রওনা হয় । পুলিশ সুপার অফিসের দিকে মিছিলটি যেতেই বাঁশের ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ । মিছিলে অংশ নেওয়া BJP-র কর্মী সমর্থকরা বাঁশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় । কর্মীদের শান্ত করেন নেতারা ৷

BJP-র মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা , সাংসদ জন বারলা , বিধায়ক মনোজ টিগ্গা , বিধায়ক উইলসন চম্পৰ্মারী প্রমুখ । আন্দোলন শেষে BJP-র জেলা সভাপতি , সাংসদ, দুই বিধায়ক ব্যারিকেড পার করে পুলিশ সুপারকে স্মারকলিপি দিতে গিয়ে জানতে পারেন, তিনি নেই । তাঁর পরিবর্তে অন্য পুলিশ আধিকারিকরা BJP-র স্মারকলিপি জমা নেবেন । এরপরই পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন BJP নেতৃত্ব । শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েই BJP নেতারা স্মারকলিপি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপারের হাতে।

জেলা BJP-র সভাপতি বলেন, "জেলাশাসকের সাথে দেখা করতে যাই ৷ উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান । পুলিশ সুপারও দেখা করলেন না । ভয়ে পালিয়ে গেলেন ৷ "

মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা বলেন," সাংসদ , বিধায়কদের সাথে দেখা না করে পুলিশ সুপার পালিয়ে গেলেন ! স্ট্রাইকের দিন জলপাইগুড়ি থানার IC BJP কর্মীদের মাংস ভাত খাইয়ে ট্রান্সফার হয়ে গেছেন । তাই SP ভয় পেয়েছেন আমাদের যদি তাঁর অফিসে ডেকে নিয়ে চা, জল পান করান তবে তাঁর সুন্দরবনে ট্রান্সফার হতে পারে, এই ভয়ে তিনি পালিয়ে গেছেন ।"






ABOUT THE AUTHOR

...view details