পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Died by Suicide: অপমানে আত্মঘাতী তরুণী, শপিং মলের কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ পরিবারের - lady died by suicide as her video of stealing

শপিং মলে বিল মেটানোর সময় কিছু জিনিসের হিসাব পাচ্ছিলেন না মলের কর্মীরা ৷ ক্রেতা পূজা ঘোষ ও তাঁর বান্ধবীদের সঙ্গে এই নিয়ে ঝামেলাও হয় ৷ এরপর মলের কর্মীরা একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ যেখানে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এই ঘটনা জানতে পেরেই আত্মঘাতী হন পূজা ঘোষ নামে ওই তরুণী(Died by Suicide)৷

ETV Bharat
শপিং মলে জিনিস চুরির অভিযোগে আত্মঘাতী তরুণী

By

Published : Oct 31, 2022, 9:49 PM IST

আলিপুরদুয়ার, 31 অক্টোবর: সোশ্যাল মিডিয়ায় শপিং মলে চুরির ভিডিয়ো ভাইরাল । তার জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন পূজা ঘোষ (20) নামে এক তরুণী (Lady Died by Suicide as her Video of Stealing in Shopping Mall Becoming Viral)। এই ঘটনায় পূজার মৃত্যুর জন্য শপিং মলের কর্মীদের বিরুদ্ধে জয়গাঁও থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা । পাশাপাশি ওই শপিং মলের কর্মীদের বিরুদ্ধে জয়গাঁও থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার ।

সম্প্রতি পূজা তাঁর বন্ধু-বান্ধবীদের নিয়ে এলাকার একটি শপিং মলে কেনাকাটা করতে যান । কেনাকাটা শেষে অজানা কারণে শপিংমলে হিসেব নিয়ে সমস্যা হয় । বেশ কিছু জিনিস অমিল হয়ে যায় ৷ এরপরে পূজার মা গিয়ে শপিং মলের হিসেবে সমস্যা মিটিয়ে আসেন । সেই ঘটনায় রবিবার সোশাল মিডিয়ায় শপিং মলের কর্মীদের মাধ্যমে পূজার ছবি চুরির নামে ভাইরাল হয় ৷ পাড়া পড়শিদের মাধ্যমে তা জানতে পেরে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পূজা ।

তরুণীর আত্মঘাতী হওয়ার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া

আরও পড়ুন :শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর, নোট লিখে অপমানে আত্মঘাতী শিক্ষক

রবিবার পূজার মা ও বাবা জয়গাঁওতে ছটপুজোর ঘাটে একটি স্টল বসান । বাড়িতে দুই মেয়েকে রেখে সেখানেই ব্যস্ত ছিলেন তাঁরা । সেই সময় ছোট বোনকে নিচের ঘরে রেখে উপরতলার ঘরে আত্মহত্যা করেন পূজা । পরবর্তীতে পাড়া পড়শিদের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ছুটে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখেন ৷

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "এই বিষয়ে জয়গাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা পূজা ঘোষের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করেছে তা খুঁজে দেখা হচ্ছে । আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করছি । ঘটনায় যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

আরও পড়ুন :অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

ABOUT THE AUTHOR

...view details