আলিপুরদুয়ার, 22 মার্চ: হাতি নিখোঁজ ৷ কাজ করছে না রেডিয়ো কলার ৷ দক্ষিণবঙ্গে দাপিয়ে বেড়ানো হাতি উত্তরবঙ্গে এসে উধাও ৷ হাতির সন্ধানে হিমশিম খেয়ে গেলেন বনকর্মীরা ৷ বর্ধমানের রায়নায় ও হুগলির আরামবাগে ত্রাস ছড়ানো বুনো দাঁতালকে নিয়ে আসা হয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পে ৷ তার গতিবিধির খবরাখবর রাখতে রেডিয়ো কলার পরিয়ে বক্সার জঙ্গলে ছাড়া হয়। হঠাৎ করেই নিরুদ্দেশ হাতিটি ৷ গত পাঁচদিন ধরে কোনওভাবে ট্র্যাকে নেই হাতি ৷ এই অবস্থায় বিপাকে পড়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা ৷ হাতিটি এখন মেঘালয়ের পথে, আশঙ্কা করছে বনবিভাগ (Elephant missing from Buxa Tiger Reserve in Alipurduar) ৷
গত 13 ফেব্রুয়ারি বর্ধমানের রায়না ও হুগলির আরামবাগ এলাকায় দাপিয়ে বেড়ানো বুনো দাঁতাল হাতিটিকে ধরে বক্সার জঙ্গলে নিয়ে এসে তাকে রেডিয়ো কলার পরিয়ে জঙ্গলে হাতিটিকে ছেড়ে দেওয়া হয় ৷ গত একমাস ধরে সব ঠিকঠাক চললেও হাতিটি এখন নিখোঁজ ৷ কয়েকদিন আগে পর্যন্ত হাতিটির অবস্থান জানা গিয়েছিল ৷ তখন বক্সা ব্যাঘ্র প্রকল্প ছেড়ে হাতিটি প্রতিবেশী রাজ্য অসমের দিকে চলে গিয়েছিল ৷ একটি হাতি একনাগারে 30-40 কিলোমিটার হেঁটে যায় ৷ এই ভাবে ট্র্যাকিং করা হচ্ছিল ৷ কিন্তু হাতিটির খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ প্রশ্ন উঠছে হাতিটির গলায় পরানো রেডিয়ো কলারটি নিয়ে ৷ সেটি বিকল হয়ে পড়েছে, নাকি অন্য কোনও সমস্যা হয়েছে ?