পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে প্রথম কোরোনা আক্রান্তের মৃত্যু - Corona

আলিপুরদুয়ার জেলায় প্রথম কোরোনা আক্রান্তের মৃত্যু । এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 208 ।

Corona patient died in alipurduar
Corona patient died in alipurduar

By

Published : Jul 16, 2020, 3:27 PM IST

আলিপুরদুয়ার, 16 জুলাই : আলিপুরদুয়ার পৌরসভার BJP বুথ সভাপতির মৃত্যু হল কোরোনায় । এটি জেলায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যু । বৃ্হস্পতিবার সকাল 9 টায় তপসিখাতা কোভিড হাসপাতালে কোরোনা আক্রান্তের মৃত্যু হয় । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির বয়স 69 বছর । তিনি আলিপুরদুয়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত ওই ব্যক্তি মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার হাসপাতালে আসে ।ওই ব্যক্তির সমস্ত রকম শারীরিক পরীক্ষা করে জেলা হাসপাতাল ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডায়াবিটিসে আক্রান্ত ওই ব্যক্তির কোরোনা উপসর্গ থাকায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ট্রুনাট মেশিনে তাঁর সোয়াব টেস্ট করা হয় । সেই সোয়াব টেস্ট ওই ব্যক্তির কোরোনা পজিটিভ ধরা পড়ে ।
এরপর মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে তপসিখাতা কোভিড হাসপাতালে ভরতি করা হয় । তপসিখাতা কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় । আজ সকালে মৃত্যু হয় ।

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, মৃতদেহ সরকারি নিয়ম মেনে তাঁর পরিবারের উপস্থিতিতে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে ।

জেলা হাসপাতালের নির্দেশে মৃতের পরিবারকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে । জেলায় মোট কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা 208 জন । তার মধ্যে 19 জনকে তপসিখাতা কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details