আলিপুরদুয়ার, 15 অক্টোবর : আলিপুরদুয়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নিউটাউন বাজার ভেঙে দেওয়া হয় তিন বছর আগে ৷ বাজারের জন্য নতুন বাড়ির কাজও শুরু হয়ে যায় 2016-তেই ৷ কিন্তু সে কাজ এখনও সম্পূর্ণ হয়নি ৷ বাধ্য হয়েই বিগত তিন বছর শহরের দ্বিতীয় মূল রাস্তার উপর বাজার চালাচ্ছে বিক্রেতারা ৷ যার জেরে হামেশাই ঘটছে দুর্ঘটনা ৷ রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাচ্ছে গাড়ি ৷ তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বাজারে আসছেন ক্রেতা-বিক্রেতারা ৷দুর্ঘটনার জেরে মাঝে মাঝেই অনেকে আহত হচ্ছেন ৷
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বাজারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হয় ৷ বর্তমানে নির্মাণ কাজ শেষ হলেও বাড়িটিতে ভিতর বিদ্যুৎ সংযোগ করা হয়নি এখনও ৷ বাজারের প্রায় 350জন বিক্রেতাকে কোর্ট রাস্তার ধারে পুনর্বাসন দেওয়া হয় ৷ তখন থেকে সেখানেই চলছে বাজার ৷